Homeখবরকলকাতাদেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, বলছে এনসিআরবি রিপোর্ট  

দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, বলছে এনসিআরবি রিপোর্ট  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: আবার দেশের সবচেয়ে নিরাপদ শহর হওয়ার সম্মান জুটল কলকাতার। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। প্রতি লক্ষ জনসংখ্যায় কত বিচারযোগ্য অপরাধ সংঘটিত হয়, তার ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়। পর পর তিন বছর কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর হল।  

এনসিআরবি রিপোর্ট অনুসারে, ২০২২ সালে কলকাতা শহরে প্রতি লক্ষ জনসংখ্যায় বিচারযোগ্য অপরাধের সংখ্যা হল ৮৬.৫। এর পরেই রয়েছে পুনে (অপরাধের সংখ্যা ২৮০.৭) এবং হায়দরাবাদ (অপরাধের সংখ্যা ২৯৯.২)।  

যে সব অপরাধ ভারতীয় দণ্ডবিধি (আইপিসি, ইন্ডিয়ান পেন্যাল কোড) এবং বিশেষ ও স্থানীয় আইনের (এসএলএল, স্পেশ্যাল অ্যান্ড লোক্যাল ল’স) বিভিন্ন ধারায় নথিভুক্ত হয়, সেগুলিই বিচারযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয়।

এনসিআরবি রিপোর্টের হিসাব, ২০২১-এ কলকাতা শহরে বিচারযোগ্য অপরাধের সংখ্যা ছিল প্রতি লক্ষ জনসংখ্যায় ১০৩.৪। ২০২২-এ সেটি কমে হয়েছে ৮৬.৫। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১২৯.৫।

২০ লক্ষেরও বেশি জনসংখ্যা রয়েছে দেশের এমন ১৯টি শহরের বিচারযোগ্য অপরাধের সংখ্যা তুলনা করে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে।

বিভিন্ন অপরাধের নিরিখে কলকাতা  

মেয়েদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা অবশ্য কলকাতায় বেড়েছে। ২০২১-এ যে সংখ্যা ছিল ১৭৮৩, ২০২২-এ তা বেড়ে হয়েছে ১৮৯০। মেয়েদের বিরুদ্ধে অপরাধের হার কলকাতায় প্রতি লক্ষ জনসংখ্যায় ২৭.১। এই ক্ষেত্রে কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে কোয়েম্বত্তুর (১২.৯) এবং দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই (১৭.১)।

হিংসাত্মক অপরাধের সংখ্যা এ বার আরও কমেছে পূর্ব ভারতের এই মহানগরীতে। ২০২১-এ কলকাতায় খুনের ঘটনা ঘটেছিল ৪৫টি। ২০২২-এ তা কমে দাঁড়ায় ৩৪। এনসিআরবি রিপোর্ট অনুসারে, কলকাতায় ২০২২-এ ধর্ষণের ১১টি ঘটনা ঘটেছিল। ২০২১-এও সংখ্যাটি একই ছিল।

দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার তথ্যসমূহের ভিত্তিতে এনসিআরবি এই রিপোর্ট তৈরি করে।  

আরও পড়ুন

‘সিআইডি’-এর ‘ফ্রেডরিক্‌স’ দীনেশ ফড়নিস মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত 

সাম্প্রতিকতম

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...

আরও পড়ুন

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।

আদালতের অনুমতি পেয়ে গড়িয়ার ৫ নম্বর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে রাম নবমীর শোভাযাত্রা

বাধ সেধেছিল পুলিশ। অবশেষে আদালতের নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের রাম...

‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

অজন্তা চৌধুরী ২৩ বছর পেরিয়ে ২৪-এ পা দিল কালিন্দী নাট্যসৃজন। নাট্যসংস্থার ২৪তম জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি...