Homeখবরকলকাতাসাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবের প্রশংসায় ইতালির কনস্যুলেট...

সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবের প্রশংসায় ইতালির কনস্যুলেট জেনারেলের চিঠি

প্রকাশিত

কলকাতা: সম্প্রতি শেষ হয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ বর্ষের আন্তর্জাতিক ইতিহাস উৎসব। এই ইতিহাস উৎসবে এ বারের থিম কান্ট্রি হিসাবে বেছে নেওয়া হয়েছিল ইতালিকে। এ বার সেই অনুষ্ঠানেরই ভূয়সী প্রশংসা করে চিঠি পাঠালেন ইতালির কনসুলেট জেনারেল।

ইতালির কনসুলেট জেনারেল রিকারো ডালা কোস্টা স্বাক্ষরিত ওই চিঠিতে লেখা হয়েছে, ‘সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক এবং মুখপাত্র দেবর্ষি রায়চৌধুরীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাতেই এই চিঠি। তাঁর উদ্যোগে কলকাতায় ইতালির কনসুলেট জেনারেল এবং নিউ আলিপুর কলেজের সহযোগিতায় অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৪ আমাকে মুগ্ধ করেছে।’

তিনি ওই চিঠিতে আরও লেখেন, ‘সাবর্ণ সংগ্রহশালায় (বড়োবাড়ি, বড়িশা) আয়োজিত এই ইতিহাস উৎসবে “পুচকি অ্যান্ড কুকি ইন ইতালি” শীর্ষক ফটোগ্রাফ এবং ছবি যে ভাবে স্থানীয় মানুষের মন জয় করেছে, তাতে আমি অবিভূত। এ ভাবে কলকাতায় ইতালির কনস্যুলেট জেনারেলের সঙ্গে সহযোগিতা করার জন্য আমি আপনাকে (দেবর্ষি রায়চৌধুরী) আবারও ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গ ও ইতালির মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন জোরদার করার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

প্রসঙ্গত, সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত এ বারের আন্তর্জাতিক ইতিহাস উৎসব শুরু হয় ১১ ফেব্রুয়ারি, ২০১৪। শেষ হয় সরস্বতী পুজোর দিন (১৪ ফেব্রুয়ারি)। মূল আকর্ষণ সাবর্ণ সংগ্রহশালার প্রদর্শনী ঘুরে দেখেন আগ্রহীরা। প্রতিদিনই ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন: সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সমাপ্তি

সাম্প্রতিকতম

জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে সঞ্জয়কে, আরজি কর মামলায় সাজা শোনালেন বিচারক

আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।...

বুধবার থেকে শুরু রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন, কীভাবে করবেন আবেদন

বুধবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন। জেনে নিন আবেদন করার পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখ।

আইআইটি কানপুরের ‘রোবোটিক এক্সোস্কেলিটন’ বদলে দেবে স্ট্রোক পুনর্বাসন প্রক্রিয়া

আইআইটি কানপুর তৈরি করল বিশ্বের প্রথম ব্রেন-কম্পিউটার ইন্টারফেস সমর্থিত রোবোটিক হ্যান্ড এক্সোস্কেলিটন। স্ট্রোক পুনর্বাসনে অভূতপূর্ব অগ্রগতির আশা।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’-এর সাফল্য, অডিয়েন্স অ্যাডয়ার্ড জিতল সৃজিত মুখার্জির ছবি

সৃজিত মুখার্জির মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার জিতে নিয়েছে। এই জয় ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের দ্রুত হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আগুন

কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন। দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

গাড়ি তোলার যন্ত্র দিয়ে বাড়ি সোজা করার চেষ্টা, বাঘাযতীনে হেলা ফ্ল্যাটবাড়ি পরিদর্শন করে দাবি মেয়রের

বাঘাযতীনে বিপজ্জনকভাবে হেলে পড়া বহুতল ভাঙার কাজ চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটমালিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

মাস খানেক আগেই হেলে পড়ে বাঘাযতীনের বহুতল, পলাতক প্রমোটার, বাসিন্দাদের বিরুদ্ধেও এফআইআর-এর অভিযোগ

কলকাতার নেতাজিনগরে একটি বহুতল ফ্ল্যাটবাড়ি ভেঙে পড়েছে। বেআইনি নির্মাণ ও অনুমোদন ছাড়া লিফটিংয়ের কাজের জন্য দায়ী প্রোমোটার পলাতক। নিঃস্ব বাসিন্দারা আইনি পদক্ষেপ নেওয়ার পথে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে