কলকাতা: সম্প্রতি শেষ হয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ বর্ষের আন্তর্জাতিক ইতিহাস উৎসব। এই ইতিহাস উৎসবে এ বারের থিম কান্ট্রি হিসাবে বেছে নেওয়া হয়েছিল ইতালিকে। এ বার সেই অনুষ্ঠানেরই ভূয়সী প্রশংসা করে চিঠি পাঠালেন ইতালির কনসুলেট জেনারেল।
ইতালির কনসুলেট জেনারেল রিকারো ডালা কোস্টা স্বাক্ষরিত ওই চিঠিতে লেখা হয়েছে, ‘সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক এবং মুখপাত্র দেবর্ষি রায়চৌধুরীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাতেই এই চিঠি। তাঁর উদ্যোগে কলকাতায় ইতালির কনসুলেট জেনারেল এবং নিউ আলিপুর কলেজের সহযোগিতায় অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৪ আমাকে মুগ্ধ করেছে।’
তিনি ওই চিঠিতে আরও লেখেন, ‘সাবর্ণ সংগ্রহশালায় (বড়োবাড়ি, বড়িশা) আয়োজিত এই ইতিহাস উৎসবে “পুচকি অ্যান্ড কুকি ইন ইতালি” শীর্ষক ফটোগ্রাফ এবং ছবি যে ভাবে স্থানীয় মানুষের মন জয় করেছে, তাতে আমি অবিভূত। এ ভাবে কলকাতায় ইতালির কনস্যুলেট জেনারেলের সঙ্গে সহযোগিতা করার জন্য আমি আপনাকে (দেবর্ষি রায়চৌধুরী) আবারও ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গ ও ইতালির মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন জোরদার করার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’
প্রসঙ্গত, সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত এ বারের আন্তর্জাতিক ইতিহাস উৎসব শুরু হয় ১১ ফেব্রুয়ারি, ২০১৪। শেষ হয় সরস্বতী পুজোর দিন (১৪ ফেব্রুয়ারি)। মূল আকর্ষণ সাবর্ণ সংগ্রহশালার প্রদর্শনী ঘুরে দেখেন আগ্রহীরা। প্রতিদিনই ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন: সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সমাপ্তি