Homeখবরকলকাতাসাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবের প্রশংসায় ইতালির কনস্যুলেট...

সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবের প্রশংসায় ইতালির কনস্যুলেট জেনারেলের চিঠি

প্রকাশিত

কলকাতা: সম্প্রতি শেষ হয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ বর্ষের আন্তর্জাতিক ইতিহাস উৎসব। এই ইতিহাস উৎসবে এ বারের থিম কান্ট্রি হিসাবে বেছে নেওয়া হয়েছিল ইতালিকে। এ বার সেই অনুষ্ঠানেরই ভূয়সী প্রশংসা করে চিঠি পাঠালেন ইতালির কনসুলেট জেনারেল।

ইতালির কনসুলেট জেনারেল রিকারো ডালা কোস্টা স্বাক্ষরিত ওই চিঠিতে লেখা হয়েছে, ‘সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক এবং মুখপাত্র দেবর্ষি রায়চৌধুরীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাতেই এই চিঠি। তাঁর উদ্যোগে কলকাতায় ইতালির কনসুলেট জেনারেল এবং নিউ আলিপুর কলেজের সহযোগিতায় অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৪ আমাকে মুগ্ধ করেছে।’

তিনি ওই চিঠিতে আরও লেখেন, ‘সাবর্ণ সংগ্রহশালায় (বড়োবাড়ি, বড়িশা) আয়োজিত এই ইতিহাস উৎসবে “পুচকি অ্যান্ড কুকি ইন ইতালি” শীর্ষক ফটোগ্রাফ এবং ছবি যে ভাবে স্থানীয় মানুষের মন জয় করেছে, তাতে আমি অবিভূত। এ ভাবে কলকাতায় ইতালির কনস্যুলেট জেনারেলের সঙ্গে সহযোগিতা করার জন্য আমি আপনাকে (দেবর্ষি রায়চৌধুরী) আবারও ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গ ও ইতালির মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন জোরদার করার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

প্রসঙ্গত, সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত এ বারের আন্তর্জাতিক ইতিহাস উৎসব শুরু হয় ১১ ফেব্রুয়ারি, ২০১৪। শেষ হয় সরস্বতী পুজোর দিন (১৪ ফেব্রুয়ারি)। মূল আকর্ষণ সাবর্ণ সংগ্রহশালার প্রদর্শনী ঘুরে দেখেন আগ্রহীরা। প্রতিদিনই ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন: সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সমাপ্তি

সাম্প্রতিকতম

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...

আরও পড়ুন

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।

আদালতের অনুমতি পেয়ে গড়িয়ার ৫ নম্বর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে রাম নবমীর শোভাযাত্রা

বাধ সেধেছিল পুলিশ। অবশেষে আদালতের নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের রাম...

‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

অজন্তা চৌধুরী ২৩ বছর পেরিয়ে ২৪-এ পা দিল কালিন্দী নাট্যসৃজন। নাট্যসংস্থার ২৪তম জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি...