Homeখবরকলকাতাসাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সমাপ্তি

সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সমাপ্তি

প্রকাশিত

শৌভিক পাল

চারদিন ব্যাপী অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসব শেষ হল ১৪ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই উৎসব। নিউ আলিপুর কলেজের সহযোগিতায় ইতালির কনসুলেট জেনারেল রিকারো ডালা কোস্টা, বিভাস চক্রবর্তী, রাজা সেন-সহ বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। তার পর থেকে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরস্বতী পুজোর দিন ফানুস উড়িয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন সাবর্ণ পরিষদের সভাপতি দেবর্ষি রায়চৌধুরী।

প্রদর্শনী চলাকালীন প্রতিদিনই অসংখ্য মানুষ সংগ্রহশালা ঘুরে দেখেন। এ ছাড়াও প্রতিটা দিনই ছিল বিভিন্ন ধরনের অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের সন্ধ্যায় কুইজ মাস্টার সঞ্জয় রায়চৌধুরী ও দেবকুমার মিত্রের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় নস্টালজিক কুইজ। যা কুইজ অনুরাগী এবং ইতিহাসপ্রেমী বহু মানুষের মন কেড়ে নেয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন, মনোগ্রাহী সংগীতানুষ্ঠান সুরের ভেলায়। সংগীত পরিবেশন করেন অঞ্জলি গঙ্গোপাধ্যায় এবং অঞ্জলি পালচৌধুরী। তবলায় ছিলেন অসীম মণ্ডল। ওই দিনেই গিটারে বিভিন্ন গানের সুর বাজিয়ে শোনান শুভেন্দু চক্রবর্তী ও তাঁর ছাত্রছাত্রীরা। ওই দিনই নীপবীথি ও তাঁর ছাত্রছাত্রীরা একত্রে সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের তৃতীয় দিন ছিল বিশেষ একটি দিন। দেবর্ষি রায়চৌধুরী জানান, ১৩ ফেব্রুয়ারি প্রণব রায় দিবস। গীতিকার প্রণব রায় সাবর্ণ পরিবারের কৃতী সন্তান। তাঁর স্মৃতির উদ্দেশে দিনটিকে স্মরণ করা হয়। বিশিষ্ট সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্রকে এ বারের এই দিনে প্রণব রায় স্মারক স্মৃতি সম্মান প্রদান করা হয়। শিল্পীকে সম্মান প্রদান করেন প্রণব রায়ের পুত্র প্রদীপ্ত রায়।

এর পর মূল আকর্ষণ সাবর্ণ সংগ্রহশালার প্রদর্শনী ঘুরে দেখেন তাঁরা। এর পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিহাস উৎসবের জন্য যে দুটি কবিতা লেখা হয়েছিল,সেই কবিতা আবৃত্তি করা হয়। কুমার মুখোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করেন সুস্মিতা গঙ্গোপাধ্যায়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পরবর্তী ধাপে দুটি শ্রুতিনাটক উপস্থাপন করেন কবিতা লাহিড়ি ও নীলাদ্রী লাহিড়ি। একটি হাসির ও আরেকটি মহাভারতের কর্ণকুন্তী একটি অংশ উপস্থাপন করেন তাঁরা।

এর পরে শুরু হয় সঞ্চারী গোষ্ঠীর গানের অনুষ্ঠান। মৃণাল সেন ও তপন সিনহার বিভিন্ন চলচ্চিত্রের গান পরিবেশন করেন শিল্পীরা।

সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কমলিকা রায়চৌধুরী ও টুম্পা রায়চৌধুরী পরিবেশন করেন ‘মধুর ধ্বনি বাজে…’।

দেবর্ষি রায়চৌধুরী জানান, ওই দিনের অনুষ্ঠানে বৈশাখী রায়চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ তুলে দেওয়া হয় এক দু:স্থ ছাত্রীকে। সোহিনী গঙ্গোপাধ্যায়কে এই স্কলারশিপ দেওয়া হয়েছে। তিনি ইন্ডিয়ান হেরিটেজ নিয়ে কাজ করছেন।

অষ্টাদশ ইতিহাস উৎসবের শেষ দিনে ২০০ বছরের বাংলা গান পরিবেশিত হয়। ১৭০০ সাল থেকে ১৯০০ সাল- এই ২০০ বছরের অপূর্ব সব বাংলা গান পরিবেশন করেন শ্রীয়ঙ্ক আচার্য।

sabarna 3

সমাপ্তি অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে ঘোষণা করা হয়, আগামী বছর ১৯তম ইতিহাস উৎসব অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন: সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সূচনা, চলবে সরস্বতী পুজো পর্যন্ত

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

কলকাতার চার মেট্রোর জন্য বাজেট-বরাদ্দ ৪ হাজার কোটি টাকারও বেশি

খবর অনলাইন ডেস্ক: এবারের কেন্দ্রীয় বাজেটে কলকাতার চারটি মেট্রো প্রকল্পের জন্য ৪ হাজার কোটি...

চিনু দত্তগুপ্ত মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে প্রকৃতি ও বন্যপ্রাণী উৎসব

অজন্তা চৌধুরী চিনু দত্তগুপ্ত মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে (কেসিসি, KCC) ৫ থেকে...

কলকাতার মহাজাতি সদনের সামনে মিনিবাসে আগুন, নামিয়ে দেওয়া হল যাত্রীদের

কলকাতার মহাজাতি সদনের সামনে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বিরাটি-বিবাদী বাগ রুটের একটি মিনিবাসে হঠাৎ...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?