আচমকা যোগমায়াদেবী কলেজে মুখ্যমন্ত্রী, গাইলেন গান

0

কলকাতা: বৃহস্পতিবার রেড রোডে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান সেরে যোগমায়াদেবী কলেজে সরস্বতী পুজোর অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নিজের কলেজের পড়ুয়া, অধ্যাপকদের সঙ্গে ‘আকাশ-ভরা, সূর্য-তারা’ গানে গলাও মেলান তিনি।

যোগমায়া দেবী কলেজেরই ছাত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁকে কলেজে ঢুকতে দেখে রীতিমতো হকচকিয়ে যান সেখানে উপস্থিত সকলে। এ দিন যোগমায়াদেবীতে পৌঁছে ছাত্রীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

তাঁকে কাছে পেয়ে পড়ুয়া থেকে অধ্যাপক সকলে মিলে ফোন হাতে সেলফি তোলার আবদার করেন। শুধু মুখ্যমন্ত্রী নন, তাঁর সঙ্গে ছিলেন ভাইয়ের স্ত্রীও। অনুষ্ঠানে ছাত্রীদের গান শোনেন তিনি। এরপ রই ছাত্রীদের সঙ্গে সমবেত কণ্ঠে গেয়ে ওঠেন ‘আকাশ ভরা সূর্য তারা’।

বরাবরই সাধারণের সঙ্গে মিশে যেতে ভালবাসেন মমতা। সরস্বতী পুজোয় ফের সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দেখা গেল তাঁকে। বেশ খানিক্ষণ কাটানোর পর যোগমায়াদেবী কলেজ থেকে বেরিয়ে যান তিনি।

আরও পড়ুন: লড়াইয়ের হাতিয়ার ছুঁচ-সুতো, পদ্মশ্রী পেলেন প্রীতিকণা গোস্বামী

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন