Homeখবরকলকাতাশহরে ফের টাকা উদ্ধার, তদন্তে সাফল্য সিবিআই আধিকারিকদের

শহরে ফের টাকা উদ্ধার, তদন্তে সাফল্য সিবিআই আধিকারিকদের

প্রকাশিত

কলকাতা : এসএসসি দুর্নীতি মামলার জের। শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার টাকা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, উদ্ধার হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। এছাড়াও প্রায় দেড় কিলোগ্রাম সোনা পাওয়া গেছে। এখানেই শেষ হয়। সবচেয়ে বড় চমক হল ১৫০০ চাকরি প্রার্থীর তালিকা এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা।

সিবিআই সূত্রে খবর, এসএসসি কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে এসপি সিনহার এই বাড়ির খোঁজ পেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। যদিও ওই বাড়ি বেনামে কেনা হয়েছে বলেই খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। সেই বাড়িতেই মঙ্গলবার রাত থেকে চলে তল্লাশি। অবশেষে মিলল সাফল্য। উদ্ধার প্রায় ৫০ লক্ষ টাকা।

উল্লেখ্য, এর আগে এসপি সিনহার সার্ভে পার্কের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সেখান থেকে তেমন কিছুই উদ্ধার হয়নি। এসপি সিনহা ছাড়াও উদদেষ্টা কমিটিতে আরও যাঁরা ছিলেন তাঁদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, বাইপাসের ধারের এই বাড়িটির কথা। তারপরই সেখানে হানা দেন তদন্তকারীরা। তবে সেখানে এই বিপুল পরিমাণ সম্পত্তি থাকতে পারে তা শুরুতে অনুমান করতে পারেননি কেউই। একইসঙ্গে বিপুল সোনাদানা ও টাকার পাশাপাশি আরও অনেক সম্পত্তির দলিল এই বাড়ি থেকে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : প্রাথমিকে ৪২০ শূন্যপদ দ্রুত পূরণ করার নির্দেশ হাইকোর্টের

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

কলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন দেশ-বিদেশের অনেকেই। ৫ ডিসেম্বর শুরু হচ্ছে...

কালীঘাট মন্দিরকে তার পুরোনো গরিমায় ফিরিয়ে আনবে রিল্যায়েন্স, জানালেন মুকেশ আম্বানি   

কলকাতা: কালীঘাট মন্দিরচত্বরকে তার মূল বৈশিষ্ট্য ও গরিমায় ফিরিয়ে আনবে রিল্যায়েন্স ফাউন্ডেশন। রিল্যায়েন্স-এর চেয়ারম্যান...

আজ রবিবার ছটপুজো, রবীন্দ্র সরোবরে নয়, পুজো সারতে হবে অস্থায়ী জলাশয়ে

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার ছটপুজো। কার্যত আজ বিকেল থেকে কাল সকাল পর্যন্ত চলবে এই...