কলকাতা : এসএসসি দুর্নীতি মামলার জের। শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার টাকা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, উদ্ধার হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। এছাড়াও প্রায় দেড় কিলোগ্রাম সোনা পাওয়া গেছে। এখানেই শেষ হয়। সবচেয়ে বড় চমক হল ১৫০০ চাকরি প্রার্থীর তালিকা এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা।
সিবিআই সূত্রে খবর, এসএসসি কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে এসপি সিনহার এই বাড়ির খোঁজ পেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। যদিও ওই বাড়ি বেনামে কেনা হয়েছে বলেই খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। সেই বাড়িতেই মঙ্গলবার রাত থেকে চলে তল্লাশি। অবশেষে মিলল সাফল্য। উদ্ধার প্রায় ৫০ লক্ষ টাকা।
উল্লেখ্য, এর আগে এসপি সিনহার সার্ভে পার্কের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সেখান থেকে তেমন কিছুই উদ্ধার হয়নি। এসপি সিনহা ছাড়াও উদদেষ্টা কমিটিতে আরও যাঁরা ছিলেন তাঁদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, বাইপাসের ধারের এই বাড়িটির কথা। তারপরই সেখানে হানা দেন তদন্তকারীরা। তবে সেখানে এই বিপুল পরিমাণ সম্পত্তি থাকতে পারে তা শুরুতে অনুমান করতে পারেননি কেউই। একইসঙ্গে বিপুল সোনাদানা ও টাকার পাশাপাশি আরও অনেক সম্পত্তির দলিল এই বাড়ি থেকে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : প্রাথমিকে ৪২০ শূন্যপদ দ্রুত পূরণ করার নির্দেশ হাইকোর্টের