কলকাতা: নেই করোনার নিয়মবিধি। দু’বছর বাদে ইংরাজি নতুন বছরের প্রথম দিনে বাঁধভাঙা ভিড় শহরের কোনায় কোনায়। চিড়িয়াখানা, আলিপুর জেল মিউজিয়াম, দক্ষিণশ্বের মন্দির, কালীঘাট মন্দির এবং কাশীপুর সমাধিপ্রাঙ্গণ-সহ বিভিন্ন দর্শনীয় স্থানে উপচে পড়ল সাধারণঁ মানুষের ভিড়। অন্য দিকে, প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, পার্ক স্ট্রিট ও ময়দানের কথাও নতুন করে বলার নয়।