Homeখবরকলকাতাকালীতীর্থ: বরানগরে নড়াইল জমিদারদের আনন্দময়ী কালীমন্দির

কালীতীর্থ: বরানগরে নড়াইল জমিদারদের আনন্দময়ী কালীমন্দির

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: কলকাতার উত্তরে বরানগরের মাহাত্ম্য অপরিসীম। এই জায়গার পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা। এই গঙ্গা পথেই এসেছে বৈদেশিক নৌবহর। চারিদিকে আছে ছোট বড় অনেক মন্দির। এখানে একসময়ে চৈতন্য মহাপ্রভুও এসেছিলেন। এই স্থান শ্রীরামকৃষ্ণ পরমহংসের পদধূলিতে ধন্য। যেন শাক্ত ও বৈষ্ণবের মিলন তীর্থ।

গঙ্গার ধারে এই জায়গায় আছে বরানগরের বিখ্যাত সব কালীমন্দির। ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে এখানকার নড়াইল জমিদারবাড়ি। এককালে অপার বৈভবের স্মৃতি আঁকড়ে ধরে রয়েছে নড়াইলের রায়বাড়ি।

পুলিনবিহারী রায় বর্তমান বাংলাদেশের খুলনা জেলা থেকে এসে এই অঞ্চলে জমিদারি কাজে বসতি গড়ে তোলেন। রামরতন রায় ছিলেন এই বাড়ির পূর্বপুরুষ, যাঁর নামে বর্তমানে রতনবাবু রোড। এখানেই রয়েছে নড়াইল রায়পরিবারের আনন্দময়ী কালীমন্দির। মন্দিরটি নির্মাণ করেন জমিদার পুলিনবিহারী রায়। এই মন্দিরে শ্রীরামকৃষ্ণও এসেছিলেন বলে শোনা যায়।

রায়বাড়ির সিংহফটক দিয়ে প্রবেশ করে কিছুটা এগোলে প্রথমে শিব ও রাধাকৃষ্ণের মন্দির চোখে পড়ে। এর ঠিক পাশেই অবস্থিত লাল রঙের আনন্দময়ী কালীমন্দির। মন্দিরটি বর্তমানে সম্পূর্ণভাবে সংস্কার করা হয়েছে। কালীমন্দিরটি খিলানযুক্ত দালান রীতির। সামনের অংশে প্রশস্ত সিঁড়ি। মন্দিরের ভেতর পঞ্চমুণ্ডির আসনের ওপর দেবীমূর্তি প্রতিষ্ঠিত।  

kali 3tirtha narail kalibari 1 13.11 1

নড়াইল জমিদারবাড়ির ফটক।

প্রতি অমাবস্যায় আনন্দময়ী কালীর বিশেষ পুজো করা হয়। কালীপুজোর সময় মহাসমারোহে পুজো অনুষ্ঠিত হয়। বিভিন্ন নিয়মরীতির মধ্যে রাত জেগে আরাধনা হয় কালীর। কালীপুজোর দিন এলাকার বহু মানুষ এখানে পুজো দিতে আসেন। মাকে নিজেদের সাধ্যমতো মিষ্টি ফল নিবেদন করেন।

পথনির্দেশ

বাসে বি টি রোড ধরে শ্যামবাজারের দিক থেকে ডানলপের দিকে গেলে সিঁথির মোড়ে নামতে হবে। সেখান থেকে কুঠিঘাটের অটোয় বরানগর বাজারে আসুন। এর পর চার-পাঁচ মিনিট পায়ে হেঁটে রতনবাবু রোড। কাছেই মন্দির। মেট্রোয় দমদম এসে সেখান থেকে অটোয় সিঁথির মোড় এসে চলে আসা যায় এই মন্দিরে।

আরও পড়ুন

কালীতীর্থ: চিৎপুরে ‘গিন্নিমা’ সিদ্ধেশ্বরী কালী

কালীতীর্থ: কাশীপুরে বামনদাস মুখোপাধ্যায় কালীবাড়ি 

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।

আদালতের অনুমতি পেয়ে গড়িয়ার ৫ নম্বর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে রাম নবমীর শোভাযাত্রা

বাধ সেধেছিল পুলিশ। অবশেষে আদালতের নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের রাম...

‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

অজন্তা চৌধুরী ২৩ বছর পেরিয়ে ২৪-এ পা দিল কালিন্দী নাট্যসৃজন। নাট্যসংস্থার ২৪তম জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি...