গত রবিবার সাগরদিঘি নিয়ে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ করলে মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী দলের বৈঠকে তিনি রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদীর ‘বড় টিআরপি’ বলে মন্তব্য করেছেন।
ওই বৈঠকে তিনি আরও বলেন, রাহুল গান্ধী বিরোধী পক্ষের মুখ হলে মোদী কেউ কিছু করতে পারবেন না। সে কারণে বিজেপি রাহুল গান্ধীকে নেতা বানিয়ে রেখে দিয়েছে।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী ওই বৈঠকে তৃণমূল নেত্রী আরও বলেন,’কখনও কী দেখেছেন বিদেশে কেউ কিছু বলেছে, আর এখানে তা নিয়ে হৈ হট্টোগোল হচ্ছে। আমরা চাই সংসদে আদানি, এলআইসি ইস্যু নিয়ে আলোচনা হোক। কিন্তু কেন আদানি ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে না? এলআইসি নিয়ে আলোচনা হচ্ছে না?’
তাঁর আরও সংযোজন, ‘এ সবের মধ্যেই ইউনিফর্ম সিভিল কোডের কপি চালু হয়েছে। আমরা ইউনিফর্ম সিভই কোড মানি না, আমরা এটা চালু হতে দেব না।’
পড়তে পারেন। এবার ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা করল পুলিশ
পড়তে পারেন। ফের প্রাণনাশের হুমকির চিঠি সলমনকে, গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার লরেন্স