একটা মামলা থেকে স্বস্তি পেতেই আবার একটা মামলা। এ বার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতের বাইরে ভাঙচুর, নিরাপত্তা বাহিনীকে আক্রমণ ও অশান্তি পাকানোর অভিযোগে ইমরান-সহ ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়েছে।
এর আগে তোশাখানা মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় দেওয়ার কারণে ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। একাধিকবার পুলিশ তাঁকে গ্রেফতারের চেষ্টা করলেও সফল হয়নি পুলিশ। তবে মামলাটি পিছিয়ে যাওয়ায় গ্রেফতারি থেকে আপাতত স্বস্তি পেয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।
দীর্ঘ টালবাহানার পর অবশেষে শনিবার আদালতে হাজিরা দিতে আসেন তিনি। তবে আদালত কক্ষে পৌঁছনোর সময় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ঘিরে ধরেন ৪ হাজারেরও বেশি পিটিআই সমর্থক। তাদের সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এই সংঘর্ষে অন্তত ২৫ জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। এই বিশৃঙ্খলার জন্য তোশাখানা মামলা আগামী ৩০ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।
খবর অনলাইনে আরও পড়ুন
কোনো অ্যান্টিবায়োটিক নয়, যদি না…, কোভিড চিকিৎসার নির্দেশিকা সংশোধন কেন্দ্রের
দিনভর আকাশ মেঘলা, দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
আদালতে চত্বরে অশান্তি ও বিশৃঙ্খলার করার অভিযোগে ইমরান-সহ একাধিক পিটিআই সমর্থকের বিরুদ্ধে বিরুদ্ধে রবিবার মামলা দায়ের করা হয়। ইসলামাবাদে পুলিশে দায়ের করা অভিযোগে ১৭ জন পিটিআই নেতার নাম রয়েছে। যাঁদের বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া ও গাড়ি-বাইকে আগুন লাগানোর অভিযোগে ইতিমধ্যেই ১৮জনকে গ্রেফতার করা হয়েছে।
The assault on my house today was first of all a contempt of court. We had agreed that an SP with one of our people would implement a search warrant bec we knew otherwise they would plant stuff on their own, which they did. Under what law did they break the gate, pull down trees pic.twitter.com/110uTeIlce
— Imran Khan (@ImranKhanPTI) March 18, 2023
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন যারা তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল, সেই সমস্ত অধিকারিকদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবেন।