কলকাতা : এক বা দুই নয় ৫০ লক্ষ টাকা যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে পার্লারের মালকিন সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে। এমনই চঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারী আধিকারিকদের।
নিয়োগ দুর্নীতি মামলার পরতে পরতে রয়েছে রহস্য। ইতিমধ্যেই সেই রহস্যের জট খুলতে শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। ইডি সূত্রে জানা যাচ্ছে, কুন্তল ঘোষের গ্রেফতারি পর থেকেই একের পর এক তথ্য আসছে ইডির হাতে। আপাতত সোমা এবং কুন্তলের ব্যাংক অ্যাকাউন্ট ঘেঁটে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, মোট ৪ দফায় হয়েছে এই লেনদেন।
শুক্রবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় রহস্যময়ী এই নারীকে। যদিও হাজিরা এড়িয়ে যাননি তিনি। বরং মুখোমুখি হয়েছিলেন ইডি আধিকারীদের। জানা যাচ্ছে, সোমা চক্রবর্তী নামক ওই মহিলা এক পার্লারের মালকিন। নিউটাউনে রয়েছে তাঁর পার্লার। কুন্তল ঘোষের ব্যাংক অ্যাকাউন্ট স্ক্রুটিনি করেই উঠে এসেছে এই মহিলার নাম। অভিযুক্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেফতারির আগে পর্যন্ত দফায় দফায় প্রায় ৫০ লক্ষ টাকা ওই মহিলার অ্যাকাউন্টে পাঠিয়েছেন বলেও জানা যাচ্ছে।
তাঁদের মধ্যে কি সম্পর্ক? কেনই বা ওই মহিলাকে টাকা পাঠাতেন কুন্তল? এই প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। যদিও কুন্তল ঘোষের দাবি সোমা চক্রবর্তী বলে কাউকে চেনেন না।
আরও পড়ুন : কালো টাকা সাদা করার চেষ্টা! নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃতীয় নারীর হদিশ