Homeখবরদেশবড় ঘোষণা কেন্দ্রের, সারোগেট মায়েদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি, বাবারাও পাবেন...

বড় ঘোষণা কেন্দ্রের, সারোগেট মায়েদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি, বাবারাও পাবেন সুবিধা

প্রকাশিত

সারোগেট পদ্ধতিতে মাতৃত্বের স্বাদ পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবার থেকে পাবেন মাতৃত্বকালীন ছুটি। সন্তান পালনের জন্য বাকি মায়েদের মতো সারোগেট মায়েরাও পাবেন ১৮০ দিনের ছুটি। এই ছুটি পাবেন পিতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মী বাবারাও।

গত ১৮ জুন সেন্ট্রাল সিভিল সার্ভিস (ছুটি) ১৯৭২ অধিনিয়মে পরিবর্তন এনে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র। সেখানে সারোগেট পদ্ধতিতে মা হওয়া সরকারি কর্মীদের উদ্দেশে জানিয়ে দেওয়া হয়, এখন থেকে অন্যান্য মায়েদের মতোই সারোগেট মায়েরাও সন্তান জন্মানোর পর তার লালনপালনের জন্য ১৮০ দিনের ছুটি পাবেন। তবে, সরকারের তরফে শর্ত দেওয়া হয়েছে যে, দুই সন্তান পর্যন্তই এই বিশেষ ছুটি পাওয়া যাবে। তৃতীয় সন্তানের ক্ষেত্রে এই ছুটি আর প্রযোজ্য হবে না।

এর পাশাপাশি পুরুষদের ক্ষেত্রেও পিতৃত্বকালীন ছুটির নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র। নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনও ব্যক্তি সারোগেট পদ্ধতিতে বাবা হন, তাহলে তারাও সন্তান জন্মের ৬ মাসের মধ্যে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন। এখানেও একই শর্ত প্রযোজ্য, দুই সন্তান পর্যন্তই এই ছুটি প্রাপ্য হবে।

আর পড়ুন: কাঁঠাল বীজ কি ফেলে দেন? ফেলবেন না, এর অনেক উপকারিতা রয়েছে

উল্লেখ্য, এতদিন পর্যন্ত স্বাভাবিক সন্তান জন্মের ক্ষেত্রেই মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি বরাদ্দ করত কেন্দ্রীয় সরকার। সারোগেট পদ্ধতিতে সন্তান জন্মের ক্ষেত্রে এই ছুটি বরাদ্দ করা হতো না, যা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী মায়েরা। তাদের দাবি মেনে নিয়ে এই ছুটি প্রবর্তনের জন্য আদালতে মামলাও করা হয়েছিল। গত বছর এক মামলায় রাজস্থান আদালত স্পষ্টভাবে জানায় যে সারোগেট মায়েদেরও মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকার রয়েছে। অবশেষে, সরকারের তরফে অতীতের নিয়ম বদলে সারোগেট মায়েদের দাবি মেনে নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তাদের মতে, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা কর্মজীবী মায়েদের জন্য একটি বড় স্বস্তির বিষয়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।