Homeখবরদেশছত্তীসগঢ়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে মাওবাদী হামলা! হত ৩, আহত ১৪

ছত্তীসগঢ়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে মাওবাদী হামলা! হত ৩, আহত ১৪

প্রকাশিত

মঙ্গলবার বড়োসড়ো মাওবাদী হামলা ছত্তীসগঢ়ে। সুকমা ও বিজাপুর জেলার সীমান্ত এলাকা ‌টেকলগুড়েমে এ দিন বড়ো আকারের হামলা চালায় মাওবাদীরা। সিআরপিএফ কোবরা এবং ডিআরজি-র যৌথ বাহিনীকে নিশানা করে অতর্কিত হামলা। মাওবাদীদের গুলিতে নিহত তিন জওয়ান। পাশাপাশি ১৪ জন জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

এ দিনই টেকলগুড়েমে নতুন ক্যাম্প বসিয়েছে পুলিশ। এই শিবিরের নিরাপত্তায় নিয়োজিত জওয়ানরা ক্যাম্প তৈরির পর জুনাগুড়া-আলিগুড়া এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময়ে অতর্কিত হামলা চালায় মাওবাদীরা। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো হয়। জওয়ানরাও পাল্টা পদক্ষেপ নেয়।

ঘটনায় প্রকাশ, উভয় তরফে প্রায় চার ঘণ্টা গোলাগুলি ছোড়া হয়। জওয়ানদের লক্ষ্য করে ১০০টিরও বেশি বিজিএল (ব্যারেল গ্রেনেড লঞ্চার) নিক্ষেপ করে মাওবাদীরা। যার ফলে বহু জওয়ান আহত হন। বুলেটের আঘাতে তিন জওয়ান শহিদ হন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আহতদের পর্যাপ্ত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রায়পুরে রেফার করা হচ্ছে। বস্তার আইজি সুন্দররাজ পি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই এনকাউন্টারে অনেক মাওবাদীও গুলিবিদ্ধ হয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুসারে, ২০২১ সালের মতোই আবারও জওয়ানদের উপর বড়়োসড়ো হামলা করার জন্য টেকলগুড়েম ক্যাম্পে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। প্রায় ২০০ জন মাওবাদীর উপস্থিতির কথা জানা গিয়েছে।

প্রসঙ্গত, এই মাসের শুরুর দিকে, নিরাপত্তা বাহিনী এই জেলায় দু’টি পুলিশ ক্যাম্প স্থাপন করেছিল। জঙ্গলের গভীরে এই এলাকাকে একটি মাওবাদী উপদ্রুত এলাকা বলে চিহ্নিত করা হয়। চলতি বছরের সাধারণতন্ত্র দিবসে, সুকমা-বিজাপুর এলাকায় এই প্রথম বার ভারতীয় তেরঙ্গা উত্তোলন করা হয়েছিল বলে জানা যায়।

আরও পড়ুন: ‘পলাতক’ হেমন্ত সোরেন! ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে আনলেন বিজেপি সাংসদ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...