শনিবার কেরলের কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (CUSAT)-র একটি জলসা চলাকালীন মর্মান্তিক ঘটনা। পদপিষ্ট হয়ে চার পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং ৬৪ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য কালামাসেরি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, চার ছাত্র মারা গেছে এবং অনেকে আহত হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে নিখিতা গান্ধীর একটি কনসার্টের সময় পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খোলা আকাশের নীচে একটি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল।
এক প্রেস বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কালামাসেরি মেডিক্যাল কলেজে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর প্রমোদ জানান, একই গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার কারণে এ ধরনের দুর্ঘটনা। একই গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন পড়ুয়ারা। তবে খাড়া সিঁড়ি দিয়ে প্রবেশকারী পড়ুয়ারা প্রথমে পড়ে যান এবং গেটে প্রচণ্ড ভিড়ের কারণে পিষ্ট হন।
আরও পড়ুন: কী ভাবে সুড়ঙ্গের বাইরে বের করে আনা হবে আটকে থাকা শ্রমিকদের তার মহড়া এনডিআরএফ-এর