Homeখবরদেশউত্তরকাশী টানেল বিপর্যয়: সিলকিয়ারায় প্রস্তুত ৪১টা অ্যাম্বুল্যান্স, তৈরি হয়েছে ৪১ শয্যার হাসপাতাল...

উত্তরকাশী টানেল বিপর্যয়: সিলকিয়ারায় প্রস্তুত ৪১টা অ্যাম্বুল্যান্স, তৈরি হয়েছে ৪১ শয্যার হাসপাতাল    

প্রকাশিত

দেহরাদুন: আজ বৃহস্পতিবার। বারো দিন ধরে সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তবে যে কোনো মুহূর্তে তাঁদের সুড়ঙ্গ থেকে বের করে আনা হবে। তার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এনডিআরএফ-এর (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) ১৫ জন কর্মীর একটি দল। তাঁদের নেতৃত্বে রয়েছেন একজন কমাড্যান্ট।

৮০০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে কী ভাবে আটকে থাকা শ্রমিকদের একে একে বের করে আনা হবে, তার মহড়াও দিয়েছেন এনডিআরএফ। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ওই পাইপ প্রায় পৌঁছে গিয়েছে আটকে থাকা শ্রমিকদের কাছাকাছি।

সিলকিয়ারায় টানেলের ঠিক বাইরে প্রস্তত হয়ে রয়েছে অ্যাম্বুল্যান্স। ৪১টা অ্যাম্বুল্যান্স প্রস্তুত। উত্তরকাশীর চিফ মেডিক্যাল অফিসার ডা. আরসিএস পানোয়ার জানিয়েছেন, প্রতিজনের জন্য ১টি করে অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে। সঙ্গে থাকবেন একজন করে অ্যাটেন্ড্যান্ট।

বুধবারই সিলকিয়ারা থেকে ৩০ কিমি দূরে চিনইয়ালিসৌরে কম্যুনিটি হেলথ্‌ সেন্টারে ৪১ শয্যার হাসপাতাল তৈরি করা হয়েছে। টানেল থেকে শ্রমিকদের বের করে আনার সঙ্গে সঙ্গেই পাঠানো হবে ওই হাসপাতালে। আর কোনো শ্রমিকের জরুরি চিকিৎসার দরকার হলে তার প্রয়োজন মেটাতে সুড়ঙ্গের বাইরেও ৮ শয্যার একটি অস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে।

ডা. পানোয়ার জানান, কোনো শ্রমিক গুরুতর অসুস্থ থাকলে তাঁকে প্রয়োজনে জেলা হাসপাতালে পাঠানো হবে। তার জন্য চিনইয়ালিসৌরে ২টি হেলিকপ্টার মজুত রাখা আছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১২ দিন ধরে আটকে থাকা শ্রমিকদের নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। ভেন্টিলেশন না-থাকা জায়গায় এত দিন ধরে আটকে থাকার জন্য শ্বাসজনিত সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়াও দীর্ঘদিন ধরে সূর্যের আলো থেকে বঞ্চিত থাকার জন্য ভিটামিন ডি-র অভাবজনিত সমস্যাও হতে পারে।

শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা করার জন্য ১৫ জন ডাক্তারের একটি দল প্রস্তুত হয়ে রয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের ডিরেক্টর জেনারেল ডা. বিনীতা শাহ বুধবার ঘটনাস্থলে যান। যতদিন না আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ সম্পূর্ণ হচ্ছে ততদিন যাতে কোনো স্বাস্থ্যকর্মী ছুটি না নেন, সেই ব্যাপারটি সুনিশ্চিত করার জন্য তিনি স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার! মুক্ত আকাশের নীচে দাঁড়াবেন উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...