Homeখবরদেশফের দুই ট্রেনের সংঘর্ষে মৃত অন্তত ৯, আহত ৪০, নেপথ্যে কারণ কী

ফের দুই ট্রেনের সংঘর্ষে মৃত অন্তত ৯, আহত ৪০, নেপথ্যে কারণ কী

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

ওড়িশার পর এ বার বড়োসড়ো রেল দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। বিজয়নগরম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ এক্সপ্রেস ট্রেনের। প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। রেল সূত্রে জানা গিয়েছে, কর্মীদের ‘ভুল’-এই বিপত্তি।

অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায় দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায় বিশাখাপত্তনম থেকে রায়গাড়াগামী একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।

জানা যায়, বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার ট্রেন এবং অপরদিকে ছিল বিশাখাপত্তনম-রায়গড়া স্পেশ্যাল। ইস্ট কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ সাহু বলেন, “মুখোমুখি সংঘর্ষের জেরে বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার ট্রেনটির দু’টি কামরা এবং বিশাখাপত্তনম-রায়গড়ের লোকো পাইলটের কোচটি লাইনচ্যুত হয়।”

একইসঙ্গে তিনি আরও জানান, “এই রেল দুর্ঘটনার সম্ভাব্য কারণ, মানুষের গাফিলতি। আর সেই ত্রুটির জন্যই গন্তব্য ছাড়িয়ে দ্রুতগতিতে ছুটে বেলাইন হয়ে যায় বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেনটি।”

এই দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত কমপক্ষে ৪০ জন। তাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত। তাঁদের নিকতবর্তী নানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের এই ট্রেন সংঘর্ষের খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎক্ষণাৎ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলে বিস্তারিত জানেন। ঘটনায় যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। রেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ, গুরুতর আহতদের দু’লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এই রেল দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কামরা লাইনচ্যুত হয়েছে। অসহায় যাত্রীরা কামরার মধ্যে আটকে পড়েছিলেন। ফের সেই একই দুর্ভাগ্যজনক ঘটনা হল। ওই দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, দ্রুত উদ্ধারকাজ করা হোক। এর সঙ্গেই তদন্ত করে দেখা হোক। রেলের কবে ঘুম ভাঙবে?

আরও পড়ুন: কেরলের প্রার্থনাসভায় পর পর বিস্ফোরণ, মুখ্যমন্ত্রী বিজয়নকে ফোন অমিত শাহের

সাম্প্রতিকতম

মেয়াদ পেরিয়ে তিনবছরেও টাকা তোলেননি? ফ্রিজ করা হবে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট

ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে ম্যাচুরিটির তিনবছর পরও টাকা না তোললে ফ্রিজ হবে অ্যাকাউন্ট। বছরে দু’বার এই প্রক্রিয়া চালু করবে ডাকবিভাগ।

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

আরও পড়ুন

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

মনরেগায় দুর্নীতি ঠেকাতে ব্যর্থ অ্যাপ ব্যবস্থা, ছবি যাচাইয়ের দায় পঞ্চায়েতের ঘাড়েই চাপল কেন্দ্র

MGNREGA-তে ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে চালু হয়েছিল NMMS অ্যাপ। কিন্তু ছবির জালিয়াতি রুখতে ব্যর্থ হওয়ায়, এবার ছবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হল গ্রাম পঞ্চায়েতকে।