Homeখবরদেশইট দিয়ে থেঁতলে খুন যুবককে, ফেলে দেওয়া হল বিবস্ত্র দেহ

ইট দিয়ে থেঁতলে খুন যুবককে, ফেলে দেওয়া হল বিবস্ত্র দেহ

প্রকাশিত

ঝালোয়ার (রাজস্থান): ভোটের আগেই হাড়হিম করা হত্যাকাণ্ড রাজস্থানের ঝালোয়ারে। ইঁট দিয়ে মাথা থেঁতলে খুন করা হল এক যুবককে। খুবলে নেওয়া হল চোখ। ফেলে দেওয়া হল বিবস্ত্র মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শনিবার হনোটিয়া রাইমাল গ্রামের একটি সরকারি স্কুল থেকে উদ্ধার হয় ২৫ বছরের ওই যুবকের মৃতদেহ। এলাকাবাসীর সূত্রে জানা যাচ্ছে, নিহতের নাম দুর্গেশ মেঘওয়াল। তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় থানায়।

ঘটনাস্থলে এসে পৌঁছোয় সুনেল থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র খুন করে মৃতদেহ নিয়ে এসে ফেলা হয়েছে সরকারি স্কুলে। এমনকি খুনের আগে ওই যুবকের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অনুমান পুলিশের। যদিও কী কারণে এই খুন তা এখনও পর্যন্ত জানা যায়নি।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন দুর্গেশ মেঘওয়াল। একদিন পর উদ্ধার হয় তাঁর নিথর দেহ। অভিযোগ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি তোলা হয়েছে পরিবার এবং এলাকাবাসীর পক্ষ থেকে। মৃতদেহ দীর্ঘক্ষণ ধরে আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। যদিও পুলিশের হস্তক্ষেপে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহ। তবে সেখানেও বাধে বিপত্তি। যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত মৃতদেহ সৎকার করবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন পরিবারের সদস্যরা।

হাড়হিম করা এই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে যান পুলিশ সুপার রিচা তোমার। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো থমথম এলাকা। যদিও এই প্রথম নয়,০ কয়েক মাস আগেও ঠিক এ ভাবেই খুন হতে হয়েছিল এক যুবককে। ভোটের আগে ফের ঘটল একই ঘটনা।

আরও পড়ুন : দুই হাইকোর্টে একসঙ্গে আবেদন, ১ লক্ষ টাকা জরিমানা করা হল কেষ্টকে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...