Homeখবরদেশমূল্যবৃদ্ধি কমাতে নয়া টোটকা অভিষেকের, বিজেপিকে নিলেন একহাত

মূল্যবৃদ্ধি কমাতে নয়া টোটকা অভিষেকের, বিজেপিকে নিলেন একহাত

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

ত্রিপুরা : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। চলতি মাসের ১৬ তারিখ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য দখলে মরিয়া ঘাসফুল শিবির। ইতিমধ্যেই ত্রিপুরায় সফর সেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ত্রিপুরায় জনসভা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার ত্রিপুরায় নির্বাচনী জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে এক হাত নিলেন গেরুয়া শিবিরকে। এদিন তিনি বলেন,’ত্রিপুরায় তৃণমূল জয়ী হলে বাংলার মত সমস্ত পরিষেবা পাবেন ত্রিপুরাবাসী। বাংলায় তৃণমূল যা করেছে ত্রিপুরাতেও তাই করব। আমরা কেবলমাত্র প্রতিশ্রুতি দিনা। সেগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করি। বাংলাতেও আমরা সেটাই করে দেখিয়েছি। ত্রিপুরায় তৃণমূল জিতলে এক মাসের মধ্যেই গৃহকর্তীদের হাতে মাসে হাজার টাকা করে পৌঁছে যাবে’।

এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক। তিনি বলেন,’বিজেপির ক্ষমতা থাকলে এই মাঠে ২৪-৪৮ ঘন্টার মধ্যে সভা করুক। রিপোর্ট কার্ড নিয়ে আসুক পাঁচ বছরে কি কাজ করেছে তারা। আমিও নিয়ে আসবো রিপোর্ট কার্ড। মমতা বাংলায় কি করেছে সেই রিপোর্ট কার্ড তুলে ধরব আপনাদের সামনে। যদি ১০-০ গোলে না হারাই তাহলে ত্রিপুরার মানুষের কাছে আর মুখ দেখাবো না’।

এরপরেই অভিষেককে বলতে শোনা যায়, ‘মূল্যবৃদ্ধি কমাতে হলে সরাতে হবে বিজেপি সরকার’। উল্লেখ্য মাত্র একদিনের সফরে ত্রিপুরা গিয়েছিলেন অভিষেক। কমলপুর এবং কদমতলায় দুটি জনসভা করেন তিনি। কর্মীদের মনোবল চাঙ্গা করতে গরমা গরম বক্তব্য রাখেন তিনি। প্রকাশ্য জনসভা থেকেই হুঁশিয়ারি দেন বিজেপিকে। অভিষেকের সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

ISS-এ ১৮ দিনের অভিযান! সফলভাবে পৃথিরীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা

শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরলেন। প্রায় ১২.২ মিলিয়ন কিমি পথ অতিক্রম করে এই অভিযান ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করল।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।