Homeখবরদেশ৭৯ বছর বয়সে পিএইচডি! 'বয়স কোনো বাধা নয়' প্রমাণ করলেন অধ্যাপক

৭৯ বছর বয়সে পিএইচডি! ‘বয়স কোনো বাধা নয়’ প্রমাণ করলেন অধ্যাপক

প্রকাশিত

ইচ্ছা থাকলেই উপায় হয়। প্রবাদটির স্পষ্ট প্রতিফলন ধরা পড়ল এক ৭৯ বছর বয়সি অধ্যাপকের অদম্য জেদে। একই সঙ্গে এই বয়সে পিএইচডি করে তিনি প্রমাণ করলেন বয়স কোনো বাধা নয়!

বুধবার ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ৪১তম সমাবর্তন অনুষ্ঠানে পদার্থ বিজ্ঞানে নিজের পিএইচডি শংসাপত্র পেলেন প্রভাকর কুপ্পাহাল্লি নামে ওই অধ্যাপক। জ্ঞানের সন্ধানে বয়স যে কোনো বাধা হতে পারে না, সে কথাকেই আবারও এক বার প্রমাণ করল তাঁর দৃঢ়তা।

বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এর এক জন ভিজিটিং ফ্যাকাল্টি সদস্য প্রভাকর। চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত। ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত ওই কলেজ থেকেই তিনি পিএইচডি করার জন্য নথিভুক্ত হয়েছিলেন। প্রভাকর বলেন, “পিএইচডি করার স্বপ্ন দেখে এসেছি দীর্ঘদিন ধরে। সেই কবে কম বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার সময় এটার একটা পরিকল্পনা করেছিলাম। তবে পরিস্থিতির চাপে পড়ে সেটা আর সম্ভব হয়নি”।

এ ভাবেই কেটে গিয়েছে বেশ কয়েক দশক। প্রভাকর বলেন, “৭৫ বছর বয়সে এসে আবারও পিএইচডি করার পরিকল্পনা করি। পদার্থ বিজ্ঞানে পিএইচডি করার জন্য ২০১৭ সালে আমি নাম নথিভুক্ত করেছিলাম। তার পর কেটে গিয়েছে পাঁচটা বছর। আমি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি”।

প্রভাকরের স্ত্রী একজন গৃহবধূ, তাঁদের ছেলে আইটি ইঞ্জিনিয়ার। প্রভাকর জানান, কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আর কেশবের সহযোগিতা ছাড়া তাঁর পক্ষে পিএইচডি করা সম্ভব হতো না। তিনিই ছিলেন প্রভাকরের গাইড।

উল্লেখ্য, ১৯৪৪ সালের ১ মার্চ জন্ম প্রভাকরের। ১৯৬৬ সালে আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কয়েক বছর আইআইটি বোম্বেতে কাজ করেছিলেন। ১৯৭৬ সালে পিটসবার্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। ভারতে ফিরে আসার আগে প্রায় ১৫ বছর কাজ করেন সেখানে। হতে পারে আশি ছুঁতে চলেছেন তিনি, কিন্তু এখনও পর্যন্ত পড়ুয়াদের শিক্ষাদান করছেন। গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গবেষণাধর্মী লেখাও চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: বিতর্ক পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার, বিমানে ধূমপান নিয়ে নয়া শোরগোল

সাম্প্রতিকতম

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে পড়ল ব্যাঙ্কের নতুন পদচিহ্ন। শাখা সংখ্যা ১৭৩০ ছাড়াল।

ভিভো ভারতের বাজারে আনল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন, দুর্দান্ত ব্যাটারি ও ক্যামেরা ফিচারে তাক লাগাবে

ভিভো ভারতের বাজারে লঞ্চ করল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন। ৭৩০০ এমএএইচ ব্যাটারি, ৯০W ফ্ল্যাশ চার্জ, উন্নত ক্যামেরা ও আকর্ষণীয় ডিসপ্লে ফিচার নিয়ে হাজির হয়েছে Vivo T4। দাম শুরু ২১,৯৯৯ টাকা থেকে।

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

আরও পড়ুন

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

ছয়দিন ধরে বিজাপুরের কাররেগুট্টা পাহাড়ে চলছে বিশাল সেনা অভিযান। লক্ষ্য মাওবাদী শীর্ষনেতাদের আটকানো। বাহিনীর তরফে এটি হতে পারে চূড়ান্ত ধাপ।

ভারত-পাকিস্তান যদি যুদ্ধ হয়, কার পাশে কোন দেশ জেনে নিন

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ফের ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা। পাকিস্তানের পাশে চীন ছাড়া কেউ নয়, ভারতের পাশে আমেরিকা, রাশিয়া, ইজরায়েল-সহ বড় শক্তিগুলি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে