Homeখবরদেশহাথরস-পদপিষ্ট কাণ্ড: কেন এফআইআর-এ নাম নেই ভোলে বাবার, ব্যাখ্যা করলেন আলিগড়ের আইজি

হাথরস-পদপিষ্ট কাণ্ড: কেন এফআইআর-এ নাম নেই ভোলে বাবার, ব্যাখ্যা করলেন আলিগড়ের আইজি

প্রকাশিত

আলিগড় (উত্তরপ্রদেশ): মঙ্গলবার হাথরসের সৎসঙ্গে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনায় কেন স্বঘোষিত ধর্মগুরু সুরজপাল তথা নারায়ণ সাকার হরি তথা ভোলে বাবার নাম এফআইআর-এ রাখা হল না, বৃহস্পতিবার সে সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

আলিগড় রেঞ্জের পুলিশের আইজি শলভ মাথুর বলেছেন, তদন্ত চলছে। তদন্ত চলাকালীন যাকেই বোঝা যাবে ঘটনায় জড়িত ছিলেন তাকেই জেরা করা হবে এবং সেইমতো ব্যবস্থা নেওয়া হবে। “কিন্তু আপাতত ভোলে বাবার নাম এফআইআর-এ নেই। কারণ তাঁর নামে হাথরসে সৎসঙ্গ করার অনুমতি চাওয়া হয়নি। মূল অভিযুক্ত দেব প্রকাশ মধুকরের নামে চাওয়া হয়েছিল। এফআইআর-এ তাঁর নাম রয়েছে, তবে তিনি গা ঢাকা দিয়েছেন।”

ভোলে বাবা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, পুলিশ স্বঘোষিত গডম্যানের অতীত রেকর্ড ঘেঁটে দেখছে। দেখা গিয়েছে, ১৯৯০-এর দশকে আগরার পুলিশ কনস্টেবল থাকাকালীন তিনি ভিআরএস (স্বেচ্ছাবসর) নেন।

আইজিপি বলেন, “পুলিশ রেকর্ড থেকে জানা গিয়েছে, আগরার সাহাগঞ্জ থানায় এই বাবার নামে একটি মামলা নথিভুক্ত করা হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। দেশের আর কোনো জায়গায় তাঁর নামে কোনো এফআইআর হয়েছিল কি না তা খুঁটিয়ে দেখছে পুলিশ।”

শলভ মাথুর আরও জানান, এই সৎসঙ্গের যে সাংগঠনিক কমিটি আছে, তার ছয় সদস্যকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে দু’জন মহিলা। মূল অভিযুক্ত দেব প্রকাশ মধুকরের সন্ধান চলছে। তাঁকে খুঁজে দেওয়ার জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। মধুকর স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার ডানহাত বলে জানা গিয়েছে।

কে এই ভোলে বাবা?

আলিগড় ডিভিশনের কাসগঞ্জ জেলার এক গ্রামের মানুষ সুরজপাল। উত্তরপ্রদেশ পুলিশের স্থানীয় ইনটেলিজেন্স ইউনিটের কাজ ছেড়ে ধর্মোপদেশ দিতে শুরু করেন এবং সৎসঙ্গ আয়োজন করতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে এবং তাঁর নাম হয় ভোলে বাবা। ‘নারায়ণ সাকার হরি’ নামে সম্বোধিত হতে তাঁর ভালো লাগত।

ভোলে বাবাকে ‘সাকার বিশ্ব হরি বাবা’ও বলা হয়। জনসমক্ষে তিনি সাদা পোশাকে থাকেন এবং ধর্মোপদেশ দেওয়ার সময় তাঁর স্ত্রী তাঁর পাশে থাকেন। তিনি কোনো গুরুর অনুগামী নন। গডম্যান দাবি করেন, তিনি সরাসরি ঈশ্বরের কাছে দীক্ষিত। তাঁর সৎসঙ্গ সাধারণত মঙ্গলবার আয়োজন করা হয় এবং সেই সৎসঙ্গে বহু এমএলএ, এমপি উপস্থিত থাকেন।

তাঁর জনপ্রিয়তা সত্ত্বেও মিডিয়া ভোলে বাবার সৎসঙ্গ থেকে দূরেই থেকেছে এবং কখনোই কোনো মিডিয়ায় এ ব্যাপারে কোনো প্রচার করা হয়নি।

আরও পড়ুন

হাথরস-পদপিষ্ট কাণ্ড সমাজবিরোধীদের চক্রান্ত, বললেন ভোলে বাবার আইনজীবী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।