Homeখবরদেশশেষপর্যন্ত তিহাড় জেলেই অনুব্রত মণ্ডল, ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

শেষপর্যন্ত তিহাড় জেলেই অনুব্রত মণ্ডল, ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

প্রকাশিত

এ বার তিহাড় জেলেই (Tihar Jail) ঠাঁই হল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। গরুপাচারকাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে ১৩দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।

মঙ্গলবার ইডি হেফাজত শেষে রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয় বীরভূমের দাপুটে নেতাকে। সেখানে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ৩ এপ্রিল পর্যন্ত তিহাড় জেলেই থাকবেন তিনি।

ইতিমধ্যেই গোরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে তিহাড়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গোরু পাচার মামলায় তাঁকে গত বছর ৯ জুন গ্রেফতার করেছিল ইডি। এর পর তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানানো হয় আদালতে। আদালতের অনুমতিতে গত ২২ অক্টোবর দিল্লি নিয়ে গিয়ে ইডি সহগলকে দু’দফায় হেফাজতে নিয়ে টানা জেরা করে। পরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে তিহাড় জেলে পাঠানো হয় তাঁকে। এ বার সেখানে গেলেন অনুব্রতও।

এ ছাড়াও তিহাড় জেলেই রয়েছেন অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারি এবং এই মামলার অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকও।

অনুব্রত মণ্ডলের এই তিহাড় যাত্রা যে রাজ্যের শাসক দল তৃণমূলকে নতুন করে অস্বস্তিতে ফেলেছে, তা বলাই বাহুল্য। এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ইডি-র উদ্দেশ্য, সবাইকে সামনে বসিয়ে জেরা করে আসল সত্যি সামনে আনা”।

উল্লেখ্য, গত ৭ মার্চ থেকে ইডি হেফাজতে ছিলেন অনুব্রত। দিল্লিতে নিয়ে যাওয়ার পর থেকে ইডির সদর দফতরে লাগাতার ম্যারাথন জেরা করে ইডি আধিকারিকরা। সামনে এসেছে একাধিক আরও চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন: ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! আর কতদিন দুর্যোগ, জানাল জাতীয় আবহাওয়া দফতর

সাম্প্রতিকতম

২১-এর ভোটে রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে থাকা আইএএস-কেই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন

২০২১ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন অলোক শর্মা।

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে শিবসেনার টিকিটে লোকসভা ভোটে লড়বেন তিনি। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড ব্যবধানে জিতেছিলেন গোবিন্দা।

কেজরিওয়াল-কাণ্ডে মন্তব্য নিয়ে কূটনীতিককে তলব ভারতের, ‘স্বচ্ছ’ প্রতিক্রিয়া আমেরিকার

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ওয়াশিংটনের মন্তব্যের বিরুদ্ধে ভারত বুধবার একজন সিনিয়র...

আরও পড়ুন

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে শিবসেনার টিকিটে লোকসভা ভোটে লড়বেন তিনি। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড ব্যবধানে জিতেছিলেন গোবিন্দা।

দেশে কর্মহীনদের বেশির ভাগ শিক্ষিত যুবক-যুবতী, বলছে রিপোর্ট

এই শতাদ্বীর গোড়ার দিকে শিক্ষিত যুবদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৫.৭ শতাংশ। বর্তমানে দেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা ৭৬.৭ শতাংশ এবং ৬২.২ শতাংশ যুবতী। 

ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৬ মাওবাদী

নয়াদিল্লি: ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী সংঘর্ষ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুলির লড়াইয়ে...