Homeখবরদেশসংসদে ঘৃণ্য মন্তব্য বিজেপি এমপির, ব্যাপক আলোড়ন, দুঃখ প্রকাশ রাজনাথের

সংসদে ঘৃণ্য মন্তব্য বিজেপি এমপির, ব্যাপক আলোড়ন, দুঃখ প্রকাশ রাজনাথের

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: লোকসভায় দাঁড়িয়ে বিজেপি এমপি রমেশ বিধুরি যে ঘৃণ্য কুৎসিত সাম্প্রদায়িক মন্তব্য করলেন তাতে দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে। লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁর মন্তব্য সংসদের রেকর্ড থেকে বাদ দিয়ে ‘কড়া ব্যবস্থা’ নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন।

সংসদের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, ‘চন্দ্রযানের সাফল্য’ নিয়ে লোকসভায় আলোচনা চলছিল। সেই সময় বিএসপি-র মুসলিম এমপি দানিশ আলিকে নিয়ে রমেশ বিধুরি যে অপমানজনক মন্তব্য করেন, স্পিকার তা গভীর ভাবে অনুধাবন করেছেন এবং বিধুরিকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে তিনি যদি আবার এ রকম আচরণ করেন, তা হলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওতে দেখা গিয়েছে, একটি বিষয় নিয়ে বলার সময় রমেশ বিধুরি গালি দিচ্ছেন এবং ইসলাম সম্পর্কে ঘৃণ্য মন্তব্য করে যাচ্ছেন।

দানিশ আলি স্পিকারকে লিখেছেন, “বিষয়টা হল আপনার নেতৃত্বের অধীনে নতুন সংসদ ভবনে এই ঘটনা ঘটল। এই মহান রাষ্ট্রের একজন সংখ্যালঘু সদস্য এবং এমপি হিসাবে আমার কাছে এটা হৃদয়বিদারক ঘটনা।”

বিরোধী নেতারা বিজেপি এমপির নিন্দা করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জানাতে থাকেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিছুক্ষণ পরে লোকসভায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “সদস্য যে মন্তব্য করেছেন তাতে বিরোধীপক্ষ আঘাত পেয়ে থাকলে আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি।”

কিন্তু বিরোধীপক্ষের বক্তব্য, দুঃখপ্রকাশ যথেষ্ট নয়। তাদের দাবি, ওই সদস্যকে হয় সাসপেন্ড করতে হবে না হয় তো গ্রেফতার করতে হবে।

কড়া ব্যবস্থা চায় কংগ্রেস

ওই বিজেপি নেতার বিরুদ্ধে ‘সম্ভাব্য কড়া ব্যবস্থা’র দাবি জানিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, “এটা চরম লজ্জার ব্যাপার। রাজনাথ সিংয়ের দুঃখপ্রকাশ যথেষ্ট নয়। এটা মন থেকে করা হয়নি। এতে সংসদকে অপমান করা হয়েছে। সংশ্লিষ্ট সাংসদকে সাসপেন্ড করার মতো পরিষ্কার ঘটনা এটি। বিধুরি যা বলেছেন তাতে প্রতিটি ভারতীয়কে অপমান করা হয়েছে।”

লোকসভার আগের অধিবেশনে এক ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে কংগ্রেস বলেছে, ‘মন্ত্রীদের অপমান’ করার অভিযোগে লোকসভায় তাদের নেতা অধীররঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করা হয়। আর বিজেপি এমপি আরও খারাপ কাণ্ড করলেন, অথচ তাঁর বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

অন্য বিরোধী দল কী বলছে

সংশ্লিষ্ট ভিডিও শেয়ার করে আম আদমি পার্টি (আপ) একটি পোস্টে বলেছে, “সংসদে স্পিকারের সামনে দিল্লির বিজেপি এমপি একজন মুসলিম এমপির বিরুদ্ধে এই সব শব্দ প্রয়োগ করছেন। এটাই কি বিজেপির কালচার?” সংসদের ইতিহাসে এ দিনটিকে অন্ধকারতম দিন বলে আখ্যায়িত করেছে আপ।

সংসদে বিজেপি এমপি যে সাম্প্রদায়িক ঘৃণ্য ভাষা ব্যবহার করলেন তাতে ‘ব্যথিত’ আরজেডি মনোজ ঝা। তিনি বলেছেন, “আমি ব্যথা পেয়েছি, কিন্তু অবাক হইনি। প্রধানমন্ত্রীর ‘বসুধৈব কুটুম্বকম’-এর এটাই সার সত্য। আমাদের ভাবতে হবে, সংসদের একজন এমপি সম্পর্কে যদি এই শব্দ প্রয়োগ করা যায়, তা হলে মুসলিমদের বিরুদ্ধে, দলিতদের বিরুদ্ধে কতটা ঘৃণ্য ভাষা বৈধ বলে মেনে নেওয়া হবে?”

এক বিবৃতিতে সিপিএম বলেছে, “সংসদের কক্ষে দাঁড়িয়ে বিএসপির দানিশ আলির বিরুদ্ধে বিজেপি এমপি রমেশ বিধুরি যে ঘৃণ্য নোংরা ভাষা ব্যবহার করেছেন, তাকে বিদ্বেষ ছড়ানোর নিকৃষ্টতম বক্তৃতা হিসাবে সুপ্রিম কোর্ট অভিযুক্ত করতেই পারে। এ ধরনের বক্তব্যের জন্য কোনো এমপি বিশেষ ছাড় দাবি করতে পারেন না।”

রিপোর্টারদের সঙ্গে কথা বলতে গিয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বলেন, “উনি (বিজেপি এমপি) যদি আমাদের আতঙ্কবাদী বলতেন, আমরা তাতে অভ্যস্ত। কিন্তু উনি সমস্ত মুসলিমের বিরুদ্ধে এই কথা বলেছেন। এতেই আমরা ক্রুদ্ধ। এতেই পরিষ্কার হয়ে যায় মুসলিমদের তাঁরা কী চোখে দেখেন। নতুন সংসদ ভবন, আর সেই পুরোনো মানসিকতা।”

আরও পড়ুন

ভারতের ভিসা পরিষেবা স্থগিত, ব্যাপক সমস্যায় কানাডার নাগরিকরা

ডেঙ্গু-ম্যালেরিয়ার সঙ্গে সনাতন ধর্মের তুলনা, উদয়নিধি স্টালিনকে নোটিশ সুপ্রিম কোর্টের

সাম্প্রতিকতম

সৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

খবর অনলাইন ডেস্ক: ২০২১-এর টি২০ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল। এর পরেই ভারতের...

দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, বলছে এনসিআরবি রিপোর্ট  

খবর অনলাইন ডেস্ক: আবার দেশের সবচেয়ে নিরাপদ শহর হওয়ার সম্মান জুটল কলকাতার। ন্যাশনাল ক্রাইম...

‘সিআইডি’-এর ‘ফ্রেডরিক্‌স’ দীনেশ ফড়নিস মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত

মুম্বই: প্রয়াত হলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস। সিরিয়ালপ্রেমী দর্শকরা তাঁকে ‘সিআইডি’ সিরিয়ালের...

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

আরও পড়ুন

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

রাজস্থানে বুক ধুকপুক গহলৌতের, তেলঙ্গানায় সিংহাসন টলমল কেসিআরের, প্রকাশিত ৫ রাজ্যের বুথফেরত সমীক্ষা

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শেষ দিনে এ বার চর্চায় বুথফেরত সমীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান,...