নয়াদিল্লি: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য শুক্রবার তামিলনাড়ু সরকারের মন্ত্রী উদয়নিধি স্টালিনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট।
সনাতন ধর্মের বিরোধিতা করে উদয়নিধি এবং এ রাজার বক্তব্যের বিরুদ্ধে পিটিশনে এই নোটিশ জারি করেছে সর্বোচ্চ আদালত। আদালত বলেছে, বর্তমানে বিচারাধীন এ ধরনের অন্যান্য পিটিশনের সঙ্গেই এই মামলার শুনানি করবে।
তামিলনাড়ুতে সনাতন ধর্মের বিরুদ্ধে যে কার্যকলাপ চলছে তা অসাংবিধানিক ঘোষণা করার দাবিতে একটি পিটিশন দাখিল করেছেন চেন্নাইয়ের একজন আইনজীবী।
সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিনের মন্তব্য ঘিরে জোর বিতর্ক চলছে কয়েক দিন ধরে। সম্প্রতি তিনি বলেন, সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচারের ধারণার বিরুদ্ধে এবং অবশ্যই “নির্মূল” করা উচিত। এমনকী, সনাতন ধর্মকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গে তুলনা করেছেন স্টালিন-পুত্রের এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করছেন বিজেপি নেতারা।
সংবাদ সংস্থা এএনআই উদয়নিধির মন্তব্য উদ্ধৃত করে বলেছে, “সনাতন ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো এবং তাই এটাকে নির্মূল করা উচিত। এ নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত নয়”। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই মন্তব্য। অনেকে তামিলনাড়ুর মন্ত্রীর বিরুদ্ধে মামলা করার দাবিও তুলেছেন।
আরও পড়ুন: ভারতের ভিসা পরিষেবা স্থগিত, ব্যাপক সমস্যায় কানাডার নাগরিকরা