মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিনিয়োগকারীদের কর সংক্রান্ত বেশ কিছু পরিবর্তনে একটা সময় মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার।
লং টার্ম ক্যাপিটাল গেনস (LTCG) ট্যাক্স ১০ শতাংশ থেকে বেড়ে ১২.৫ শতাংশ হবে। কিছু সম্পদের উপর শর্ট টার্ম ক্যাপিটাল গেন (STCG) ট্যাক্স ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ হবে৷
বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমন বলেন, “কিছু আর্থিক সম্পদের উপর স্বল্পমেয়াদী লাভ এখন থেকে ২০ শতাংশ কর কার্যকর হবে। যেখানে অন্যান্য সমস্ত আর্থিক সম্পদ এবং সমস্ত অ-আর্থিক সম্পদের উপর কর প্রযোজ্য থাকবে”।
ঝুঁকিপূর্ণ বাজার বিভাগে লেনদেন থেকে খুচরো বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করার জন্য এফ অ্যান্ড ও (ফিউচার অ্যান্ড অপশন) সিকিউরিটির উপর এসটিটি (সিকিউরিটিজ লেনদেন কর) ০.০২ শতাংশ এবং ০.১ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
এই ঘোষণার পর, ভারতীয় শেয়ার বাজার তীব্র গতিতে পড়ে যায়। সেনসেক্স এক হাজার পয়েন্টেরও বেশি কমে যায়। কারণ এই ঘোষণায় দালাল স্ট্রিটের মন ভরেনি।
তবে একটা সময়ে যেভাবে ১২০০ পয়েন্টের পতন হয়েছিল, সেখান থেকে অনেকটাই ঘুরে দাঁড়ায় স্টক মার্কেট। বাজার বন্ধের সময় সেনসেক্স ৭৩ পয়েন্ট নীচে রয়ে গেল আগের সেশনের তুলনায়। এর ফলে আজ সেনসেক্স দাঁড়িয়ে ৮০,৪২৯.০৪ পয়েন্টে। আরেক অন্যতম সূচক নিফটি আজ ৩০ পয়েন্ট কমেছে গত সেশনের তুলনায়। দিনের শেষে নিফটি দাঁড়িয়ে ২৪,৪৭৯.০৫ পয়েন্টে।
অন্যদিকে, বেসিক কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে এবং এআইডিসি ৫ শতাংশ থেকে ১ শতাংশে হ্রাস করার পর এমসিএক্স- এ সোনা এবং রূপো বিক্রির হিড়িক শুরু হয়। যার ফলে মোট আমদানি শুল্ক ৬ শতাংশ হয়েছে৷ এই পদক্ষেপের ফলে দুই মূল্যবান ধাতুর দামে তীব্র পতন হয়েছে, সোনার দাম ৪০০০ টাকা/১০ গ্রাম এবং রৌপ্য ৪০৯০ টাকা/কেজি কমেছে৷
আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেট ২০২৪: এই ৯টি বিষয়কে অগ্রাধিকারের তালিকায় রাখল মোদী সরকার