কেন্দ্রীয় বাজেট ২০২৫ ঘোষণার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় খবর। অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন কার্যকর হলে প্রায় ৪৯ লাখ সরকারি কর্মচারী ও ৬৮ লাখ পেনশনভোগীর বেতনের কাঠামোর পরিবর্তন হবে। সাধারণত, বেতন কমিশনের সুপারিশ প্রতি ১০ বছর অন্তর গৃহীত হয়। সপ্তম বেতন কমিশন ২০১৬ সালে কার্যকর হয়েছিল। ফলে অষ্টম বেতন কমিশন ২০২৬ সালে বাস্তবায়িত হতে পারে বলে আশা করছেন অনেকেই।
অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তের পর সুপারিশ জমা দিতে ১ থেকে ১.৫ বছর (১২-১৮ মাস) সময় লাগতে পারে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র সেই সুপারিশ অনুমোদন করলে, ২০২৬ সালের মধ্যে এটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠনগুলি মন্ত্রিসভার সচিবের সঙ্গে দেখা করে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছিল এবং দীর্ঘদিন ধরে সরকারকে এই বিষয়ে চাপ দিয়ে আসছিল। গত এক বছরে একাধিকবার কর্মচারী ইউনিয়ন কেন্দ্র সরকারের কাছে এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে বলেছিল।
গত অর্থবর্ষের বাজেট ঘোষণার পর কেন্দ্রীয় অর্থ সচিব টি ভি সোমনাথন-কে অষ্টম বেতন কমিশন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “এই কাজের জন্য আমাদের এখনও পর্যাপ্ত সময় রয়েছে।”