Homeখবরদেশভারতীয় উপকূলের কাছে ফের চিনের 'গুপ্তচর জাহাজ', ঘনাচ্ছে রহস্য

ভারতীয় উপকূলের কাছে ফের চিনের ‘গুপ্তচর জাহাজ’, ঘনাচ্ছে রহস্য

প্রকাশিত

নয়াদিল্লি: ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে ১৬১ নটিক্যাল মাইল দূরে ভারতীয় উপকূলের কাছাকাছি দেখা গেছে একটি চিনা জাহাজ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘হাই ইয়াং শি ইউ’ নামে ওই জাহাজটি আদতে চিনের একটি “গুপ্তচর জাহাজ”।

টাইমস নাও-এর রিপোর্ট অনুযায়ী, পারাদ্বীপ বন্দরের প্রায় উত্তর-পূর্বে অবস্থান করছিল জাহাজটি। বর্তমানে সেটি বঙ্গোপসাগরে রয়েছে। বঙ্গোপসাগরের কিছু অংশে গভীরতা এবং লবণাক্ততা-সহ বিস্তারিত জানার কাজে যুক্ত ওই জাহাজ। এই সমস্ত তথ্য ভবিষ্যতে সাবমেরিন সংক্রান্ত কার্যকলাপের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, ২০১৫ সালে তিয়ানজিনে নির্মিত ‘হাই ইয়াং শি ইউ’ একটি আধুনিক জাহাজ। এর ওজন প্রায় ২ হাজার টন। এর আগেও ভারত মহাসাগরে নিয়মিত এ ধরনের জাহাজ পাঠিয়েছে চিনা নৌবাহিনী। বর্তমানে এই অঞ্চলে আরও দুটি অনুসন্ধানকারী জাহাজ রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করেছিল ২০০৭ সালে নির্মিত ১১ হাজার টনের চিনা নজরদারি জাহাজ ‘ইউয়ান ওয়াং-৫’। হাম্বানটোটা বন্দরটির নির্মাণ করেছিল চিন। মূলত ভারতীয় উপগ্রহের গতিবিধির উপর নজরদারি চালানোর কাজ করে ওই চিনা গুপ্তচর জাহাজ। শ্রীলঙ্কার ওই বন্দরে চিনা জাহাজের নোঙর করা নিয়ে কূটনৈতিক অস্থিরতাও তৈরি হয়েছিল সে সময়।

ওই ঘটনার ঠিক তিন মাসের মাথায় ভারত মহাসাগরের জলে ঢুকে পড়েছিল আরও একটি চিনা গুপ্তচর জাহাজ ‘ইউয়ান ওয়াং-৬’। ইউয়ান ওয়াং-৬-এর মূল দায়িত্ব ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের উপর নজরদারি করা। জানা যায়, বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতির হদিস পেতেই ওই চিনা জাহাজটি ভারত মহাসাগরে ঢুকেছিল। আবারও ভারতীয় উপকূলের কাছে চিনের ‘গুপ্তচর জাহাজ’ ‘হাই ইয়াং শি ইউ’-এর উপস্থিতিতে ঘনাচ্ছে রহস্য।

আরও পড়ুন: রামনবমীর পূজার্চনার সময় ইনদওরে ভেঙে পড়ল মন্দিরের মেঝে, নীচে থাকা কুয়োয় পড়ে মৃত্যু ১৩ পুণ্যার্থীর

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

মহারাষ্ট্রের মুম্বইয়ের লালবাগছা রাজার গণেশ পুজো বিশাল আকৃতির গণপতি বাপ্পার আরাধনা করে। মরাঠা বীর ছত্রপতি শিবাজির হাত ধরে জনপ্রিয় হওয়া এই পুজো আজ দেশের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে গেছে।

এয়ার ইন্ডিয়ার বিমানেও এবার মাঝ আকাশেও ওয়াইফাই পরিষেবা 

এয়ার ইন্ডিয়ার পাশাপাশি চলন্ত বিমানে মাঝ আকাশে ওয়াইফাই পরিষেবা দেয় জেটব্লু, নরওয়েইয়ান এয়ার, ফিলিপিন এয়ারলাইনস, এয়ার নিউজিল্যান্ড, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, ভার্জিন অ্যাটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফৎহানসার মতো অসামরিক বিমান পরিবহণ সংস্থা।

উত্তরপ্রদেশে নেকড়ের হানায় একের পর এক মৃত্যু, কেন মানববসতিতে ঢুকে আক্রমণ?

উত্তরপ্রদেশের বেহরাইচে নেকড়ের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষুব্ধ নেকড়েরা প্রতিশোধ নিচ্ছে তাদের আবাস বা শাবকদের ক্ষতির কারণে। আতঙ্কে গ্রামবাসীরা সন্ধ্যার পর বাইরে বেরোচ্ছেন লাঠি ও লোহার রড নিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?