Homeখবরদেশসীমান্ত রাজ্যগুলোতে ৭ মে সিভিল ডিফেন্স মহড়া, কেন্দ্রের নির্দেশে প্রস্তুতি জোরদার

সীমান্ত রাজ্যগুলোতে ৭ মে সিভিল ডিফেন্স মহড়া, কেন্দ্রের নির্দেশে প্রস্তুতি জোরদার

প্রকাশিত

পাহালগামে ভয়াবহ জঙ্গি হামলার প্রেক্ষিতে সীমান্তে সতর্কতা তুঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আগামী ৭ মে সীমান্তবর্তী রাজ্যগুলিতে সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা মহড়া আয়োজিত হতে চলেছে। রাজস্থান, গুজরাট, পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে এই মহড়ার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, সরকারি সূত্রে এমনই খবর।

এই মহড়ার মূল উদ্দেশ্য হলো কোনও শত্রুপক্ষের আক্রমণের সময় সাধারণ মানুষ কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন, সেই প্রস্তুতি নিশ্চিত করা।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই মহড়ায় নিচের বিষয়গুলির ওপর বিশেষ জোর দেওয়া হবে—

  1. এয়ার রেইড ওয়ার্নিং সাইরেন চালু করা
  2. সাধারণ নাগরিক, স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ট্রেনিং— হঠাৎ আক্রমণের সময় কীভাবে সুরক্ষিত থাকা যায়
  3. ‘ক্র্যাশ ব্ল্যাক আউট’ ব্যবস্থার অনুশীলন— আলো নিভিয়ে শত্রুর নজর এড়ানোর পদ্ধতি
  4. জরুরি পরিকাঠামো ও কারখানাগুলিকে দ্রুত ক্যামোফ্লাজ করার কৌশল
  5. পুরনো ইভাকুয়েশন বা সরানো পরিকল্পনার হালনাগাদ এবং রিহার্সাল

প্রসঙ্গত, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহালগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে বেশিরভাগই দেশের অন্যান্য রাজ্যের বাসিন্দা। এই ঘটনার পর ভারত-পাক সীমান্তে উত্তেজনা চরমে।

এই প্রেক্ষিতেই সীমান্তের বাসিন্দা এবং পরিকাঠামো রক্ষায় সিভিল ডিফেন্সকে সক্রিয় করা হচ্ছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। সরকারের তরফে বলা হয়েছে, সঠিক সময়েই মহড়া শুরু করে সাধারণ মানুষকে প্রস্তুত করাই এখন অগ্রাধিকার।

পড়ুন: ‘যুদ্ধ’ হলে ভারত সামলে নেবে, ধংসের মুখে পড়বে পাকিস্তানের অর্থনীতি, সতর্ক করল মুডিজ়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।