Homeখবরদেশআজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী

আজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী

প্রকাশিত

নয়াদিল্লি: জেল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের কর্মীদের মধ্যে যেন নতুন করে প্রাণ সঞ্চার করেছেন। কেজরিওয়াল ইতিমধ্যেই বলেছেন, “নির্বাচনে প্রচারের সুযোগ পেয়েছি। দেশের কোটি কোটি মানুষকে ধন্যবাদ জানাই।” আজ, শনিবার দলীয় প্রার্থীর হয়ে রোড শো করবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

জেল থেকে বেরিয়ে আসার পর কেজরিওয়াল বলেন, “আমাদের দেশ চার হাজার বছরের পুরনো হলেও স্বৈরাচারের সময় পার করছে। আমাদের দেশ একটি মহান দেশ। কিন্তু যখনই কেউ এদেশে স্বৈরাচার চাপানোর চেষ্টা করেছে, জনগণ তাকে কখনোই প্রশ্রয় দেয়নি। আমি তার বিরুদ্ধে মন-প্রাণ দিয়ে লড়ছি। দেশের ১৪০ কোটি মানুষকে একসঙ্গে এই স্বৈরাচারকে পরাজিত করতে হবে।”

একই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “শনিবার দক্ষিণ দিল্লিতে আম আদমি পার্টির রোড শো রয়েছে। আমি সেই রোড শোতে অংশ নেব। আমার সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও উপস্থিত থাকবেন।” জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির আপ প্রার্থী সহিরাম পহেলওয়ানের হয়ে এ দিন রোড শো করবেন কেজরিওয়াল।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপাতত ১ জুন পর্যন্ত তিনি জামিনে থাকবেন। দিল্লি সরকারের অধুনা বাতিল আবগারি নীতি কার্যকর করার ক্ষেত্রে টাকা নয়ছয়ের অভিযোগে ধৃত কেজরিওয়ালকে আবার ২ জুন জেলে ফিরে আসতে হবে বলে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দে-কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন।

নতুন করে জামিন না পেলে লোকসভা ভোটের গণনার দিনে (৪ জুন) দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই কাটাতে হবে। ভোটগণনার দিনে তিনি যাতে জেলের বাইরে থাকতে পারেন, সেই আর্জিও জানান দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। জামিনের মেয়াদ বাড়িয়ে ৫ জুন পর্যন্ত করার আর্জি জানান তিতি। তবে তাতে সরাসরি ‘না’ বলে দিয়েছে সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন: ১ জুন পর্যন্ত জামিন অরবিন্দ কেজরিওয়ালের, নামতে পারবেন ভোটের প্রচারে 

সাম্প্রতিকতম

মধ্যপ্রাচ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে, প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন বিদেশমন্ত্রী ব্লিঙ্কেন

মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্যারিসে পৌঁছেছেন। যেখানে তিনি ফ্রান্সের আয়োজিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক...

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন

মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২,১০০ টাকা! হরিয়ানা ভোটে বড় প্রতিশ্রুতি বিজেপির

নয়াদিল্লি: আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিজেপি৷...

চটি পরে ইমার্জেন্সিতে! বাইরে খুলে আসতে বলায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলা, দেখুন ভিডিয়োয়

গুজরাতের ভাবনগরের সিহোরে একটি বেসরকারি হাসপাতালে এক চিকিৎসককে মারধরের অভিযোগে গ্রেফতার তিন। শনিবার...

পুজোর মরশুমে বড় স্বস্তি! নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লাগাম, আশ্বাস কেন্দ্রের

আসন্ন উৎসবের সময়ে প্রয়োজনীয় পণ্যের দামে কোনো বৃদ্ধি হবে না বলে কেন্দ্রীয় সরকারের আশ্বাস।...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?