Homeখবরদেশ১ জুন পর্যন্ত জামিন অরবিন্দ কেজরিওয়ালের, নামতে পারবেন ভোটের প্রচারে    

১ জুন পর্যন্ত জামিন অরবিন্দ কেজরিওয়ালের, নামতে পারবেন ভোটের প্রচারে    

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপাতত ১ জুন পর্যন্ত তিনি জামিনে থাকবেন। চলতি লোকসভা নির্বাচনের প্রচারে যোগ দিতে পারবেন।

দিল্লি সরকারের অধুনা বাতিল আবগারি নীতি কার্যকর করার ক্ষেত্রে টাকা নয়ছয়ের অভিযোগে ধৃত কেজরিওয়ালকে আবার ২ জুন জেলে ফিরে আসতে হবে বলে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দে-কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন।

শীর্ষ আদালতের পাঁচ শর্ত

অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পাঁচটি শর্ত জারি করেছে। সেগুলি হল –

দিল্লির মুখ্যমন্ত্রীকে ২ জানুয়ারি আত্মসমর্পণ করতে হবে। ৪ জুন লোকসভা নির্বাচনের ভোটগণনার দিন। অরবিন্দ কেজরিওয়ালের জামিন ৫ জুন পর্যন্ত বাড়ানোর জন্য তাঁর কৌঁসুলি সিনিয়র অ্যাডভোকেট অভিষেক সিঙ্ঘভি আবেদন জানান। শীর্ষ আদালতের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন।

বেঞ্চ জানিয়ে দিয়েছে, জামিনে থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর অফিসে এবং দিল্লির সচিবালয়ে যেতে পারবেন না। “প্রয়োজন না পড়লে বা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের অনুমোদন/ছাড়পত্র দরকার না হলে তিনি কোনো ফাইলে সই করবেন না বলে তাঁর তরফে যে বিবৃতি দেওয়া হয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল তা মেনে চলতে বাধ্য থাকবেন” বলে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে।

শীর্ষ আদালত বলেছে, আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত টাকা নয়ছয়ের মামলায় তাঁর ভূমিকা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল কোনো মন্তব্য করতে পারবেন না।

তিহার জেল থেকে ছাড়া পাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে জামিনস্বরূপ ৫০ হাজার টাকা জমা করতে হবে এবং সমপরিমাণ টাকার একজন জামিনদার রাখতে হবে।

সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, এই মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কোনো সরকারি ফাইল অরবিন্দ কেজরিওয়াল দেখতে পাবেন না এবং কোনো সাক্ষীর সঙ্গে কথাবার্তাও বলতে পারবেন না।

সুপ্রিম কোর্ট কী বলল

নির্বাচনী প্রচার চালানোর জন্য আম আদমি পার্টির (আপ) প্রধানকে জামিন না দেওয়ার জন্য এনফোর্সমেন্ট ডায়রেক্টোরেটের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু আবেদন জানান।    

দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়ে সুপ্রিম কোর্ট বলে, কেজরিওয়ালকে ২১ দিনের জন্য জামিন দেওয়ার ব্যাপারটা এই মামলার ওপর তেমন কোনো প্রভাব ফেলবে না। এনফোর্সমেন্ট ডায়রেক্টোরেটের (ইডি) ‘এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) নথিভুক্ত হয়েছিল ২০২২-এর আগস্টে এবং মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয় ২০২৩-এর ২১ মার্চ। শীর্ষ আদালত বলে, “তিনি (কেজরিওয়াল) দেড় বছর বাইরে ছিলেন। তাঁকে আগে বা পরে ধরা যেত। কিন্তু তেমন কিছু ঘটেনি।”

দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট বলেছে, “অরবিন্দ কেজরিওয়ালের কোনো ক্রিমিনাল অতীত নেই এবং সমাজের পক্ষে তিনি বিপজ্জনকও নন। লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এ ব্যাপারে একটা সামগ্রিক ও স্বাধীন দৃষ্টিভঙ্গিই যথাযথ।”

আরও পড়ুন

সংকট কাটল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল, ‘সিক লিভ’থেকে দ্রুত কাজে ফিরবেন বাকিরা

সাম্প্রতিকতম

উপকৃত হবে ২৩ জেলা, ১৫ হাজার কর্মসংস্থান, শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ হাজার কোটি টাকার প্রকল্পে কাজ পাবেন ১৫ হাজার মানুষ।

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কে স্থানীয়রা

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

আরও পড়ুন

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

ভারতে নতুন ওয়াকফ আইন, ইসলামিক দেশগুলি কীভাবে নিয়ন্ত্রণ করে এই ধর্মীয় সম্পত্তি?

​ভারতের নতুন ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ নিয়ে বিতর্ক চললেও, ওয়াকফ ব্যবস্থাপনা শুধুমাত্র ভারতের বিষয়...

‘সুপ্রিম কোর্টই যদি আইন করে, সংসদ বন্ধ করে দিন’, শীর্ষ আদালতকে তীব্র আক্রমণ নিশিকান্ত দুবের

সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলা অবস্থায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর কটাক্ষ, ‘সুপ্রিম কোর্টই যদি আইন তৈরি করে, তবে সংসদ ভবন বন্ধ করে দেওয়া উচিত।’
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে