Homeখবরদেশ১ জুন পর্যন্ত জামিন অরবিন্দ কেজরিওয়ালের, নামতে পারবেন ভোটের প্রচারে    

১ জুন পর্যন্ত জামিন অরবিন্দ কেজরিওয়ালের, নামতে পারবেন ভোটের প্রচারে    

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপাতত ১ জুন পর্যন্ত তিনি জামিনে থাকবেন। চলতি লোকসভা নির্বাচনের প্রচারে যোগ দিতে পারবেন।

দিল্লি সরকারের অধুনা বাতিল আবগারি নীতি কার্যকর করার ক্ষেত্রে টাকা নয়ছয়ের অভিযোগে ধৃত কেজরিওয়ালকে আবার ২ জুন জেলে ফিরে আসতে হবে বলে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দে-কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন।

শীর্ষ আদালতের পাঁচ শর্ত

অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পাঁচটি শর্ত জারি করেছে। সেগুলি হল –

দিল্লির মুখ্যমন্ত্রীকে ২ জানুয়ারি আত্মসমর্পণ করতে হবে। ৪ জুন লোকসভা নির্বাচনের ভোটগণনার দিন। অরবিন্দ কেজরিওয়ালের জামিন ৫ জুন পর্যন্ত বাড়ানোর জন্য তাঁর কৌঁসুলি সিনিয়র অ্যাডভোকেট অভিষেক সিঙ্ঘভি আবেদন জানান। শীর্ষ আদালতের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন।

বেঞ্চ জানিয়ে দিয়েছে, জামিনে থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর অফিসে এবং দিল্লির সচিবালয়ে যেতে পারবেন না। “প্রয়োজন না পড়লে বা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের অনুমোদন/ছাড়পত্র দরকার না হলে তিনি কোনো ফাইলে সই করবেন না বলে তাঁর তরফে যে বিবৃতি দেওয়া হয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল তা মেনে চলতে বাধ্য থাকবেন” বলে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে।

শীর্ষ আদালত বলেছে, আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত টাকা নয়ছয়ের মামলায় তাঁর ভূমিকা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল কোনো মন্তব্য করতে পারবেন না।

তিহার জেল থেকে ছাড়া পাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে জামিনস্বরূপ ৫০ হাজার টাকা জমা করতে হবে এবং সমপরিমাণ টাকার একজন জামিনদার রাখতে হবে।

সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, এই মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কোনো সরকারি ফাইল অরবিন্দ কেজরিওয়াল দেখতে পাবেন না এবং কোনো সাক্ষীর সঙ্গে কথাবার্তাও বলতে পারবেন না।

সুপ্রিম কোর্ট কী বলল

নির্বাচনী প্রচার চালানোর জন্য আম আদমি পার্টির (আপ) প্রধানকে জামিন না দেওয়ার জন্য এনফোর্সমেন্ট ডায়রেক্টোরেটের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু আবেদন জানান।    

দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়ে সুপ্রিম কোর্ট বলে, কেজরিওয়ালকে ২১ দিনের জন্য জামিন দেওয়ার ব্যাপারটা এই মামলার ওপর তেমন কোনো প্রভাব ফেলবে না। এনফোর্সমেন্ট ডায়রেক্টোরেটের (ইডি) ‘এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) নথিভুক্ত হয়েছিল ২০২২-এর আগস্টে এবং মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয় ২০২৩-এর ২১ মার্চ। শীর্ষ আদালত বলে, “তিনি (কেজরিওয়াল) দেড় বছর বাইরে ছিলেন। তাঁকে আগে বা পরে ধরা যেত। কিন্তু তেমন কিছু ঘটেনি।”

দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট বলেছে, “অরবিন্দ কেজরিওয়ালের কোনো ক্রিমিনাল অতীত নেই এবং সমাজের পক্ষে তিনি বিপজ্জনকও নন। লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এ ব্যাপারে একটা সামগ্রিক ও স্বাধীন দৃষ্টিভঙ্গিই যথাযথ।”

আরও পড়ুন

সংকট কাটল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল, ‘সিক লিভ’থেকে দ্রুত কাজে ফিরবেন বাকিরা

সাম্প্রতিকতম

আবারও কালীঘাটে বৈঠকের জন্য ডাক জুনিয়র ডাক্তারদের, মুখ্যসচিবের পক্ষ থেকে ইমেল, ‘লাইভ স্ট্রিমিং’ কি হবে?

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য আবারও আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বিকেল ৫টায় কালীঘাটের বাড়িতে বৈঠকের আয়োজন করা হয়েছে।

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

আরও পড়ুন

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?