Homeখবররাজ্যমঙ্গলেও বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণে বর্ষা কবে আসবে অনিশ্চিত

মঙ্গলেও বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণে বর্ষা কবে আসবে অনিশ্চিত

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: মঙ্গলবারও সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। সঙ্গে ভ্যাপসা গরম। হাওয়া অফিসের পূর্বাভাস, অস্বস্তিকর গরম থাকবে দিনভর। তবে দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে শহরে।

সোমবার বিকেলের পর আচমকা কালো মেঘ ঘনিয়ে আসে শহরের আকাশে। তার পরই ঝড়ে ওলটপালট পরিস্থিতি। বৃষ্টিও হয়েছে বিক্ষিপ্ত ভাবে। এ দিন দুপুর বা বিকেলের দিকেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ আশপাশের অঞ্চলে।

পাশাপাশি, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, কলকাতায় বৃষ্টি হলেও তাপপ্রবাহ এখনই থামছে না। এ দিন কলকাতা ও সংলগ্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি থাকতে পারে। আর্দ্রতার পরিমাণ বাতাসে ৮৬ শতাংশ।

সেইসঙ্গে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে, তা নিশ্চিত নয়। আরব সাগরের ঘূর্ণিঝড় বিপর্যয় প্রচুর জলীয় বাষ্প টেনে নিয়ে নিজের শক্তি বাড়াচ্ছে। ফলে দক্ষিণবঙ্গে এ বার বর্ষা আরও কিছুটা বিলম্বিত হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের। এমনিতে বঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তবে দক্ষিণবঙ্গে একইসঙ্গে চলবে প্রাক-বর্ষার বৃষ্টি এবং তাপপ্রবাহ।

অন্য দিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের কিছু অংশে এখনও তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী, ঝড়ের গতি পৌঁছাতে পারে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

রাজ্যের ২৩ জেলায় তৈরি হবে শপিং মল, দু’টি ফ্লোর স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য, শিল্পান্ন উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ২৩টি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক টাকায় জমি দেবে রাজ্য, তবে দু’টি ফ্লোর রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য।

আরও পড়ুন

কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের

গাড়ির কর দেওয়ার সময় বাধ্যতামূলক হল পারমিট, জানাল রাজ্য পরিবহণ দফতর। ডিজিটাল না হলে জমা দিতে হবে পারমিটের প্রতিলিপি। নতুন পারমিট ও বিক্রির ক্ষেত্রেও এসেছে একাধিক নিয়ম।

দক্ষিণবঙ্গে টানা বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি আর কতদিন?

অত্যন্ত ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি, বৃহস্পতিবার হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সতর্কতা জারি সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য।

বুধবারও ৭ জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

আজ বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭ জেলায় থাকতে পারে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।