তেহরান: হেলিকপ্টার ভেঙে মৃত্যুই হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। ওই যাত্রায় তাঁর সঙ্গী ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ান ও আরও কয়েকজন প্রশাসনিক আধিকারিক। তাঁরা কেউই বেঁচে নেই। ইরানের রাষ্ট্রীয় টিভি এই খবর দিয়েছে।
রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীকে নিয়ে একটি হেলিকপ্টার ঘন কুয়াশার মাঝে দেশের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় হারিয়ে যায়। ওড়ার আধ ঘণ্টা পর থেকে হেলিকপ্টারের সঙ্গে আর যোগাযোগ ছিল না। শেষ পর্যন্ত পূর্ব আজারবাইজান প্রদেশে ভেঙে পড়ে।
হেলিকপ্টারের আরোহীদের মধ্যে ‘জীবনের কোনো চিহ্ন’ ছিল না, রাষ্ট্রীয় টিভি বলেছে। তারা আরও জানিয়েছে, হেলিকপ্টারের ধ্বংসাবশেষের যখন খোঁজ পাওয়া গেল, দেখা গেল তার মধ্যে কেউ জীবিত নেই।”
আপাতত ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবারকে সোমবার অস্থায়ী প্রেসিডেন্ট করা হয়েছে। ২৮ মে দেশের প্রেসিডেন্ট নির্বাচন হবে।
দ্বিতীয় বারের চেষ্টায় ৬৩ বছরের ইব্রাহিম রাইসি ২০২১-এ ইরানের প্রেসিডেন্ট হন। ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে তিনি কড়া নৈতিকতা আইন চালু করেছেন, হিংসাত্মক উপায়ে সরকার-বিরোধী বিক্ষোভ-প্রতিবাদ দমন করেছেন এবং বিশ্বের ক্ষমতাশালী দেশগুলির সঙ্গে পরমাণু শক্তি নিয়ে ব্যাপক আলোচনা চালিয়ে গিয়েছেন।
আরও পড়ুন
দেশের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল ইরানি হেলিকপ্টার