Homeশিল্প-বাণিজ্যসংকট কাটল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল, ‘সিক লিভ’থেকে দ্রুত...

সংকট কাটল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল, ‘সিক লিভ’থেকে দ্রুত কাজে ফিরবেন বাকিরা

প্রকাশিত

সংকট কাটতে চলেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। অসুস্থ দেখিয়ে এক ধাক্কা তিনশ কেবিন ক্র ছুটি নেন। এর ফলে বুধবার থেকে ১৭০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। জানা গিয়েছে, যে সমস্ত কেবিন ক্রু ছুটি নিয়েছিলেন তাঁরা সকলেই আবার কাজে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে। শ্রম কমিশনারের কার্যালয় জানিয়েছে, এই ঘটনার জেরে যে ২৫ জন কেবিন ক্রুকে বরখাস্ত করা হয়েছিল তাদের আবার পুনর্বহাল করতে রাজি হয়েছে বিমান কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার শ্রম কমিশনারের কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিমান সংস্থার কর্তারা এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা। বৈঠকের সময় একটি নথি স্বাক্ষরিত হয়। প্রধান শ্রম কমিশনার (কেন্দ্রীয়) এর মাস্টহেড বহন করা এই নথিতে, স্বাক্ষর করে সংস্থার পরিচালন কমিটির সদস্য এবং ইউনিয়নের প্রতিনিধিরা।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের হাতে এই নথিটি এসেছে। তাতে লেখা হয়েছে, সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছেে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কেবিন ক্রুরা অসুস্থতার কথা জানিয়ে ছুটি নিয়েছেন। বিস্তারিত আলোচনা, এবং সমঝোতার মাধ্যমে বিমান সংস্থার কর্তা ও মুখ্য শ্রম কমিশনার (কেন্দ্রীয়) এর আবেদনের প্রেক্ষিতে ইউনিয়নের প্রতিনিধি (কেবিন ক্রু সদস্য) একমত হন যে সমস্ত কেবিন ক্রু সদস্য অসুস্থ হয়েছেন তারা অবিলম্বে ফিটনেস সার্টিফিকেট নিয়ে ডিউটিতে যোগ দেবেন। 

 ওই নথিতে আরও বলা হয়েছে, “চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল) এর আবেদনের প্রেক্ষিতে ম্যানেজমেন্ট ২৫ জন কেবিন ক্রুকে পুনর্বহাল করতে সম্মত হয়েছে। সার্ভিস রেগুলেশন অনুযায়ী ম্যানেজমেন্ট এই কেবিন ক্রুদের অভিযোগগুলির পর্যালোচনা করবে।

শ্রম কমিশনারের কার্যালয় থেকে বলা হয়েছে, ম্যানেজমেন্টের প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন যে কেবিন ক্রুরা তাদের সামনে এবং সমঝোতা প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বিষয় উত্থাপন করেছিলেন সেগুলি খতিয়ে দেখা হবে এবং সমাধান করা হবে।

আরও পড়ুন। অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

গত ৭ মাসে চা উৎপাদনে বড় পতন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ

২০২৪ সালের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) দেশে চা উৎপাদনে বড় পতন দেখা গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে উৎপাদন প্রায় ২০.৮% কমেছে। ছোট চা চাষিরা চা বোর্ডের কাছে চা তোলার শেষ তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে।

৭৮% ডেলিভারি কর্মীর বার্ষিক আয় আড়াই লাখ টাকার নীচে, কর নিয়ে সচেতনতা কম, বলছে সমীক্ষা

ভারতের গিগ ইকোনমিতে ডেলিভারি কর্মীদের আয় নিয়ে সমীক্ষা প্রকাশ করেছে বোরজো। সমীক্ষায় উঠে এসেছে গিগ কর্মীদের কম আয় ও কর সচেতনতার অভাবের সমস্যা।

২৫ কোটি টাকা জরিমানা ও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা, অনিল অম্বানিকে শাস্তি দিল সেবি  

নয়াদিল্লি: শিল্পপতি অনিল অম্বানি এবং রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেডের (RHFL) প্রাক্তন বেশ কিছু আধিকারিক-সহ...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?