Homeখবরদেশদিল্লির আদালত চত্বরে দিবালোকে গুলি, আইনজীবীর পোশাকে স্ত্রীকে ৪ রাউন্ড গুলি স্বামীর

দিল্লির আদালত চত্বরে দিবালোকে গুলি, আইনজীবীর পোশাকে স্ত্রীকে ৪ রাউন্ড গুলি স্বামীর

প্রকাশিত

নয়াদিল্লি: শুক্রবার সকালে সাকেত কোর্টে হুলস্থুল কাণ্ড। আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তি এক মহিলার উপর গুলি চালায়। ঘটনা প্রকাশ, ওই মহিলাকে লক্ষ্য করে ৪টি গুলি চালায় অভিযুক্ত। মোট পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল, যার মধ্যে চার রাউন্ড গুলি করা হয়েছিল মহিলার উপর, আর একটি বুলেট অজয় ​​সিং চৌহান নামে অ্যাডভোকেটের উদ্দেশে। বর্তমানে আহত মহিলার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এ দিন সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। আহত মহিলার নাম রাধা (৪০)। তাঁর পেটে দু’টি ও হাতে একটি গুলি রয়েছে। মহিলাকে সাকেতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাধার স্বামীর নাম কামেশ্বর কুমার সিং, যিনি মহিলার উপর গুলি চালায়।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন বরখাস্ত হওয়া আইনজীবী এবং গুলিবিদ্ধ মহিলা তাঁর স্ত্রী। টাকা-পয়সা নিয়ে দু’জনের মধ্যে বিরোধ চলছিল, যার জেরে এই গুলি চালনা। প্রাথমিক রিপোর্ট অনুসারে, ২০২২ সালের জুলাই মাসে সাকেত থানায় মহিলা এবং একজন আইনজীবীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিলেন অভিযুক্ত। রাধার বিরুদ্ধে ৪২০ ধারার মামলা করেছিলেন স্বামী। ওই মামলার শুনানি চলছিল সাকেত আদালতে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

পুলিশ জানিয়েছে, “আজ সকালে অভিযুক্ত আইনজীবীর পোশাক পরে আদালতে পৌঁছেছিল। মহিলা যখন নিজের আইনজীবীর সঙ্গে মামলা নিয়ে আলোচনা করছিলেন, সে সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। এর পর রান্নাঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়”।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকায় একজন আইনজীবীকে বাইকে করে এসে দু’জন লোক গুলি করে খুন করে। হামলাকারীরা আদালতের ঢোকার সময় নিজেদের আইনজীবী হিসেবেই পরিচয় দিয়েছিল। সেই ঘটনার পর আইনজীবীদের নিরাপত্তা চেয়ে দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। আর তারই মধ্যেই কতকটা একই ঘটনার পুনরাবৃত্তি।

আরও পড়ুন: টুইটারে ব্লু টিক চিহ্ন গায়েব? কী ভাবে আপনি এই সুবিধা ফিরে পেতে পারেন

সাম্প্রতিকতম

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...