Homeখবরদেশ'লালবাগছা রাজা'-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

প্রকাশিত

মরাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজ ও পরে বালগঙ্গাধর তিলকের হাত ধরে জনপ্রিয়তা লাভ করে গণেশ পুজো। আজ ‘গণপতি বাপ্পা মোরিয়া’-র ডাক চারিদিকে ছড়িয়ে গেছে। মহারাষ্ট্রের আঙিনা ছেড়ে আজ দেশের প্রায় প্রতিটি কোণায় কোণায় সর্বজনীন রূপ পেয়েছে গণপতির আরাধনা। মহারাষ্ট্রের বিশেষ করে মুম্বইয়ের গণেশ মহোৎসব চাক্ষুষ করতে দেশ-বিদেশ থেকে মানুষ ছুটে আসেন। বাণিজ্যনগরী মুম্বইয়ে অসংখ্য গণেশ পুজোর প্যান্ডেল যা মরাঠি ভাষায় মণ্ডল হয়। এরমধ্যে বিখ্যাত হল লালবাগছা রাজা বা লালবাগের রাজা। বহু প্রাচীন এই সর্বজনীন গণেশ পুজো। অনেকেই লালবাগছা রাজাকে নবসাছা গণপতি নামেও ডাকেন। মরাঠি ভাষায় এর অর্থ ইচ্ছাপূরণকারী গণেশ। বিশালাকৃতির গণপতি বাপ্পার অত্যন্ত ধূমধাম করে পুজো হয় এখানে। লালবাগের রাজার সামনে নতমস্তকে শ্রদ্ধা জানাতে দেখা যায় সপরিবারে ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি থেকে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের মতো তাবড় সেলেবদের।

প্রচলিত নিয়ম অনুযায়ী বাংলার মতো একদিনে নয় মহারাষ্ট্রে ১০ দিন ধরে উদযাপন করা হয় গণেশ পুজো। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয়ে পুজো চলে চতুর্দশী তিথি পর্যন্ত। মুম্বইয়ের গিরগাঁওয়ের পুতলাবাঈ চলের কাছে লালবাগছা রাজার বিশালাকৃতির গণপতিকে পুজোর দ্বিতীয় দিন থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত দর্শন করা যায়। ‘লালবাগের রাজার’ উচ্চতা প্রায় ১৮-২০ ফুট। প্রত্যেক বছর সাড়ম্বরে প্রতিমার উন্মোচন হয়। সবচেয়ে আকর্ষণ হল বিসর্জনের অনুষ্ঠান। প্রতি বছর লক্ষাধিক মানুষের জনসমাগম ঘটে এই পুজোয়।

এবছরও ১২ ফুটের বিশালাকৃতির গণপতি মূর্তি স্থাপন করা হয়েছে। মেরুন রঙের ধুতি পরানো হয়েছে গণেশ ঠাকুরকে। অযোধ্যার রামমন্দিরের আদলের বিশাল মণ্ডপ তৈরি করেছেন বলিউডের বিখ্যাত আর্ট ডিরেক্টর নিতিন চন্দ্রকান্ত দেশাই। এবছর এই পুজোর বিমার মূল্য প্রায় ৩২.৭৬ কোটি টাকা। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ‘লালবাগছা রাজা’-কে ২০ কিলো ওজনের সোনার মুকুট নিবেদন করেছেন।

প্রাচীন রোমান দেবতা জানুস, জাপানের ‘কাঙ্গিতেন’, তাইল্যান্ডের ‘ফ্রা ফিকানেত’, এমন অনেকের সঙ্গেই মিল আমাদের গণেশের

এই পুজোর ইতিহাস ঘাঁটাঘাঁটি করলে দেখা যায়, ১৯ শতকের গোড়ার দিকে ওই অঞ্চলে ১০০টি’র বেশি পোশাককল ছিল। তিরিশের দশকের আশপাশে পোশাকশিল্পে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হয়। বহু মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। এক সময় পোশাককলের জন্য গিরগাঁও অঞ্চল ‘কাপড় কলের গ্রাম’ বলে পরিচিত ছিল। স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায় স্থানীয় বাসিন্দাদের একটা জমি দান করে। সেই জমির এখনকার নাম হল লালবাগ মার্কেট। স্থানীয় বাসিন্দারা ক্ষতির হাত থেকে পরিত্রাণ পেতে তাঁদের আরাধ্য দেবতা গণেশ পুজো শুরু করেন। গণপতির আর্শীবাদে আবার লাভের মুখ দেখে পোশাক শিল্প। ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার পর জমির একটা অংশ সার্বজনিক গণেশ মণ্ডলকে দান করেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই প্রতি বছর হয় পুজো।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।