Homeখবরদেশ'লালবাগছা রাজা'-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

প্রকাশিত

মরাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজ ও পরে বালগঙ্গাধর তিলকের হাত ধরে জনপ্রিয়তা লাভ করে গণেশ পুজো। আজ ‘গণপতি বাপ্পা মোরিয়া’-র ডাক চারিদিকে ছড়িয়ে গেছে। মহারাষ্ট্রের আঙিনা ছেড়ে আজ দেশের প্রায় প্রতিটি কোণায় কোণায় সর্বজনীন রূপ পেয়েছে গণপতির আরাধনা। মহারাষ্ট্রের বিশেষ করে মুম্বইয়ের গণেশ মহোৎসব চাক্ষুষ করতে দেশ-বিদেশ থেকে মানুষ ছুটে আসেন। বাণিজ্যনগরী মুম্বইয়ে অসংখ্য গণেশ পুজোর প্যান্ডেল যা মরাঠি ভাষায় মণ্ডল হয়। এরমধ্যে বিখ্যাত হল লালবাগছা রাজা বা লালবাগের রাজা। বহু প্রাচীন এই সর্বজনীন গণেশ পুজো। অনেকেই লালবাগছা রাজাকে নবসাছা গণপতি নামেও ডাকেন। মরাঠি ভাষায় এর অর্থ ইচ্ছাপূরণকারী গণেশ। বিশালাকৃতির গণপতি বাপ্পার অত্যন্ত ধূমধাম করে পুজো হয় এখানে। লালবাগের রাজার সামনে নতমস্তকে শ্রদ্ধা জানাতে দেখা যায় সপরিবারে ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি থেকে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের মতো তাবড় সেলেবদের।

প্রচলিত নিয়ম অনুযায়ী বাংলার মতো একদিনে নয় মহারাষ্ট্রে ১০ দিন ধরে উদযাপন করা হয় গণেশ পুজো। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয়ে পুজো চলে চতুর্দশী তিথি পর্যন্ত। মুম্বইয়ের গিরগাঁওয়ের পুতলাবাঈ চলের কাছে লালবাগছা রাজার বিশালাকৃতির গণপতিকে পুজোর দ্বিতীয় দিন থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত দর্শন করা যায়। ‘লালবাগের রাজার’ উচ্চতা প্রায় ১৮-২০ ফুট। প্রত্যেক বছর সাড়ম্বরে প্রতিমার উন্মোচন হয়। সবচেয়ে আকর্ষণ হল বিসর্জনের অনুষ্ঠান। প্রতি বছর লক্ষাধিক মানুষের জনসমাগম ঘটে এই পুজোয়।

এবছরও ১২ ফুটের বিশালাকৃতির গণপতি মূর্তি স্থাপন করা হয়েছে। মেরুন রঙের ধুতি পরানো হয়েছে গণেশ ঠাকুরকে। অযোধ্যার রামমন্দিরের আদলের বিশাল মণ্ডপ তৈরি করেছেন বলিউডের বিখ্যাত আর্ট ডিরেক্টর নিতিন চন্দ্রকান্ত দেশাই। এবছর এই পুজোর বিমার মূল্য প্রায় ৩২.৭৬ কোটি টাকা। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ‘লালবাগছা রাজা’-কে ২০ কিলো ওজনের সোনার মুকুট নিবেদন করেছেন।

প্রাচীন রোমান দেবতা জানুস, জাপানের ‘কাঙ্গিতেন’, তাইল্যান্ডের ‘ফ্রা ফিকানেত’, এমন অনেকের সঙ্গেই মিল আমাদের গণেশের

এই পুজোর ইতিহাস ঘাঁটাঘাঁটি করলে দেখা যায়, ১৯ শতকের গোড়ার দিকে ওই অঞ্চলে ১০০টি’র বেশি পোশাককল ছিল। তিরিশের দশকের আশপাশে পোশাকশিল্পে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হয়। বহু মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। এক সময় পোশাককলের জন্য গিরগাঁও অঞ্চল ‘কাপড় কলের গ্রাম’ বলে পরিচিত ছিল। স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায় স্থানীয় বাসিন্দাদের একটা জমি দান করে। সেই জমির এখনকার নাম হল লালবাগ মার্কেট। স্থানীয় বাসিন্দারা ক্ষতির হাত থেকে পরিত্রাণ পেতে তাঁদের আরাধ্য দেবতা গণেশ পুজো শুরু করেন। গণপতির আর্শীবাদে আবার লাভের মুখ দেখে পোশাক শিল্প। ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার পর জমির একটা অংশ সার্বজনিক গণেশ মণ্ডলকে দান করেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই প্রতি বছর হয় পুজো।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।