Homeখবরদেশমাত্র ৬০ টাকায় এক কেজি! কী এই 'ভারত ডাল' প্রকল্প

মাত্র ৬০ টাকায় এক কেজি! কী এই ‘ভারত ডাল’ প্রকল্প

প্রকাশিত

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপগুলির মধ্যে একটি হল ‘ভারত ডাল’ ব্র্যান্ড নামে ছোলার ডাল বিক্রি।

মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষকে স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার চলতি বছরের জুলাই মাস থেকে এই ডাল বিক্রি শুরু করে। যা ‘ভারত ডাল’ নামে বিক্রি হচ্ছে। এই ডাল ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া (NAFED), ন্যাশনাল কনজিউমারস কো-অপারেটিভ ফেডারেশন (NCCF), কেন্দ্রীয় ভাণ্ডার এবং সফল (Safal)-এর মাধ্যমে বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, দেশে ডালের দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার ছোলার ডাল, মটর ডাল, মুগ ডাল, অড়হর ডাল এবং মসুর ডালের মজুত রাখে। বাজারে ডালের দাম বাড়লে সরকার এই মজুদ ছেড়ে দেয়। পাশাপাশি, দেশীয় বাজারে ডালের চাহিদা পূরণে অনেক সময় আমদানিতেও শুল্ক মকুব করা হয়। ২০২৪ সালের মার্চ পর্যন্ত মসুর ডালের আমদানি শুল্কও কমানো হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে সরকার দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এর আগে, ময়দার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে মোদী সরকার কম দামে আটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। এই আটা ভারত ব্র্যান্ডের নামেও বিক্রি করা হবে এবং এর নাম দেওয়া হয়েছে ‘ভারত আটা’।

কেন্দ্রীয় সরকার ‘ভারত আটা’ বিক্রি করছে প্রতি কেজি ২৭.৫০ টাকা দরে। ইকোনমিক টাইমস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নাফেড, এনসিসিএফ এবং কেন্দ্রীয় ভাণ্ডারের দুই হাজারেরও বেশি কেন্দ্রের মাধ্যমে এই আটা বিক্রি করা হবে। এ ছাড়া সারা দেশে ৮০০ মোবাইল ফোনে অর্ডার নেওয়ার মাধ্যমেও এই আটা বিক্রি করা হবে।

গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতিতে সমস্যায় পড়লেও অক্টোবরের মূল্যস্ফীতির তথ্য কিছুটা স্বস্তি দিয়েছে। জুলাই থেকে টানা তৃতীয় মাসে খুচরো মূল্যস্ফীতি কমছে। ভোক্তা মূল্য সূচক ৪.৮৭ শতাংশে নেমে এসেছে। এর আগে সেপ্টেম্বরে তা ছিল ৫.০২ শতাংশ।

আরও পড়ুন: উত্তরকাশীর টানেলে এখনও আটকে ৪০ শ্রমিক, উদ্ধার করতে ৩ ফুট ব্যাসের পাইপ এসে পৌঁছোল

সাম্প্রতিকতম

আবারও কালীঘাটে বৈঠকের জন্য ডাক জুনিয়র ডাক্তারদের, মুখ্যসচিবের পক্ষ থেকে ইমেল, ‘লাইভ স্ট্রিমিং’ কি হবে?

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য আবারও আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বিকেল ৫টায় কালীঘাটের বাড়িতে বৈঠকের আয়োজন করা হয়েছে।

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

আরও পড়ুন

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?