Homeখবরদেশউত্তরাখণ্ডের হলদোয়ানির হিংসার ঘটনায় পরিস্থিতি কঠোর ভাবে মোকাবিলার নির্দেশ মুখ্যমন্ত্রী ধামীর

উত্তরাখণ্ডের হলদোয়ানির হিংসার ঘটনায় পরিস্থিতি কঠোর ভাবে মোকাবিলার নির্দেশ মুখ্যমন্ত্রী ধামীর

প্রকাশিত

নয়াদিল্লি: বৃহস্পতিবার জবরদখল উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল উত্তরাখণ্ডের হলদোয়ানি। এলাকার বনভুলপুরায় ঘটে যাওয়া ঘটনার বিষয়ে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী শুক্রবার সরকারি বাসভবনে আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেন। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। বৈঠকে, পুলিশকে কঠোর ভাবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, হলদোয়ানির জনগণকে শান্তি বজায় রাখতে পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি।

পুলিশের দাবি, সরকারি জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে গেলে দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক হামলা চালায়। ওই ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা আড়াইশোর বেশি। হামলা হয় কাছের একটি পুলিশ ফাঁড়িতেও। সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বহু যানবাহনেও দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি চালায়।

মুখ্যমন্ত্রী ধামী স্পষ্ট ভাষায় বলেছেন, অগ্নিসংযোগ এবং পাথর ছোড়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। সম্প্রীতি এবং শান্তি বিঘ্নিতকারী কোনো দুর্বৃত্তকে রেহাই দেওয়া হবে না। তিনি আরও বলেন, দাঙ্গাবাজ ও দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় প্রকাশ, হলদোয়ানির বিখ্যাত বনভুলপুরায়, পুলিশ-প্রশাসন এবং পুরসভার দল আক্রমণের শিকার হয়। অভিযোগ, সরকারি জমিতে নির্মিত অবৈধ মাদ্রাসা এবং নামাজের জায়গাটি ভাঙতে গিয়ে প্রতিরোধের মুখে পড়তে হয়। সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশ ও সংবাদ মাধ্যমের কয়েক ডজন গাড়ি পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

হলদোয়ানি জেলা পুলিশের সিনিয়র সুপার প্রহ্লাদ মীনা এ দিন বলেন, ‘‘আদালতের নির্দেশ মেনেই উচ্ছেদ অভিযান সংগঠিত হয়েছে।’’

আরও পড়ুন: পারদ নামলেও স্থায়ী হওয়ার লক্ষণ নেই, সপ্তাহ ঘুরলেই আবহাওয়ার ভোলবদল

সাম্প্রতিকতম

রাশিয়ার আক্রমণের পর এই প্রথম ইউক্রেন সফরে যাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৩ আগস্ট ইউক্রেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

আরও পড়ুন

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

ডিজিটাল অ্যারেস্ট! প্রতারণার নয়া ফাঁদে ৫৯ লক্ষ টাকা খোয়ালেন চিকিৎসক

প্রতারণার নয়া ফাঁদে পড়ে ৫৯ লক্ষ খোয়ালেন নয়ডার এক মহিলা চিকিৎসক। প্রতারকরা তাঁকে বলেছিল,...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?