Homeখবরদেশরাজ্যপালের দফতরকে 'কলঙ্কিত' করার অভিযোগ, কমিশনার-সহ ২ পুলিশকর্তার বিরুদ্ধে পদক্ষেপ করছে স্বরাষ্ট্র...

রাজ্যপালের দফতরকে ‘কলঙ্কিত’ করার অভিযোগ, কমিশনার-সহ ২ পুলিশকর্তার বিরুদ্ধে পদক্ষেপ করছে স্বরাষ্ট্র মন্ত্রক

প্রকাশিত

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি কমিশনার (ডিসিপি) সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে চলেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁর পশ্চিমবঙ্গের রাজ্যপালের দফতরকে ‘কলঙ্কিত’ করেছেন এবং মিথ্যা প্রচার চালিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের আধিকারিক জানিয়েছেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের একটি রিপোর্টের ভিত্তিতে। রিপোর্টটি তিনি জুনের শেষে স্বরাষ্ট্রমন্ত্রীকে জমা দেন। রিপোর্টে অভিযোগ করা হয় যে, বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখার্জি ‘একজন সরকারি চাকুরের যেমন আচারণ করা উচিত, তেমন আচারণ করেননি।’

রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, কলকাতা পুলিশের কর্মকর্তারা ভোট পরবর্তী হিংসার শিকারদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে বাধা দিয়েছেন, যদিও রাজ্যপাল তাঁদের দেখা করার অনুমতি দিয়েছিলেন। এছাড়াও, অভিযোগ করা হয় যে রাজভবনের কর্মচারীদের চেকিং এবং তাদের প্রবেশ ও প্রস্থানের সময় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে, যা রাজ্যপালের দফতরের আপত্তি থাকা সত্ত্বেও চালু করা হয়েছে।

ন্যায় সংহিতায় মামলা দায়ের মহুয়া মৈত্রের বিরুদ্ধে, তদন্ত শুরু দিল্লি পুলিশের

রাজ্যপাল সিভি আনন্দ বোসের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, রাজভবনে কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তারা এপ্রিল-মে ২০২৪ সময়কালে এক নারী কর্মচারীর মাধ্যমে মিথ্যা অভিযোগের প্রচার ও  তাতে উৎসাহ দান করেছেন।

এক আধিকারিক জানিয়েছেন, “এই আইপিএস কর্মকর্তারা তাঁদের কাজের মাধ্যমে শুধুমাত্র রাজ্যপালের দফতরকে কলঙ্কিত করেননি, বরং তারা এক জন সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য আচরণবিধিকে অগ্রাহ্য করেছেন।”

রাজ্যপালের রিপোর্টের ভিত্তি ব্যবস্থা নিতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রক সূত্রে খবর এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে চিঠি গিয়েছে। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী এই নিয়ে প্রশ্ন করা হলে বিনীত গোয়েল দাবি করেন, এই নিয়ে কোনও পদক্ষেপের কথা তিনি জানেন না। একই দাবি করেছেন ইন্দিরা মুখোপাধ্যায়ও।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...