Homeখবরদেশ'সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব', মণিপুরে ২ মহিলাকে নগ্ন করে ঘোরানোর...

‘সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব’, মণিপুরে ২ মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় সুপ্রিম কোর্ট

প্রকাশিত

নয়াদিল্লি: মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর ঘটনার মধ্যে “সাংবিধানিক ব্যর্থতা” দেখছে সুপ্রিম কোর্ট। সরকার যদি ব্যবস্থা না নেয়, তা হলে শীর্ষ আদালতই পদক্ষেপ করবে বলে বৃহস্পতিবার কড়া ভাষায় জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।

মণিপুরে একটি সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে প্রকাশ্যে রাস্তায় ঘোরানোর ঘটনা নিয়ে দেশ জুড়ে ক্ষোভ। এ দিকে, সুপ্রিম কোর্ট এই বিষয়টি স্বতঃপ্রণোদিত ভাবে হস্তক্ষেপ করেছে। সুপ্রিম কোর্ট বলেছে, গতকাল মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে প্যারেড করানোর যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, তা চরম অমানবিক। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন।

এ ছাড়াও প্রধান বিচারপতি বলেন, “এ ধরনের ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। এটা সাংবিধানিক অধিকার লঙ্ঘন, সরকার ব্যবস্থা না নিলে আমরা পদক্ষেপ করব”।

এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে গিয়ে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্টও তলব করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সপ্তাহে শুক্রবার এই বিষয়ে শুনানি হবে।

এ বিষয়ে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “এই ছবি দেখে আমরা হতবাক। হিংসা-প্রবণ এলাকায় নারীদের পণ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আমাদের জানানো উচিত।”

মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে দেশ জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। অধিকাংশ বিরোধী দল উত্তর-পূর্বাঞ্চলের ওই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের ইস্তফা দাবি করেছে। পাশাপাশি, প্রশ্ন তুলেছে মণিপুরে দীর্ঘ আড়াই মাসে হিংসাপর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়েও।

তবে, মণিপুরে দুই মহিলাকে নির্যাতনের ঘটনায় অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার নিন্দা করে বৃহস্পতিবার তিনি বলেন, “মণিপুরের ঘটনা যে কোনো সভ্য সমাজের পক্ষে লজ্জার। ওই ঘটনার জন্য দেশের ১৪০ কোটি মানুষের মাথা হেঁট হয়ে গিয়েছে।”

প্রসঙ্গত, আদিবাসী উপজাতীয় নেতাদের মঞ্চ (ITLF)-এর একটি বিবৃতি অনুসারে রাজ্যের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় গত ৪ মে ঘটনাটি ঘটে। ইন্টারনেটে ভয়ঙ্কর ভিডিও প্রকাশের একদিন পর, মণিপুর পুলিশ একজন মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ভিডিয়োতে সবুজ টি-শার্ট পরিহিত হেরাদাস (৩২) নামে এক অভিযুক্তকে থৌবাল জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: আজ শুরু বাদল অধিবেশন, মণিপুরের পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদ

সাম্প্রতিকতম

কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রায় দু’ঘণ্টার বৈঠক, ৫ দফা দাবি পেশ

কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় দু’ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে এবং বৈঠকের বিবরণ স্টেনোগ্রাফারদের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়।

বাংলাদেশের জন্য মার্কিন সাহায্যের প্রভাব: পাকিস্তানের মতো পরিস্থিতি কি আসছে?

রবিবার ( ১৫ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এই সাহায্য...

ভোডাফোন, এয়ারটেল নাকি জিও, কার ২৮ দিনের ইন্টারনেট প্যাক সবচেয়ে সাশ্রয়ী

ভারতে মোবাইল ইন্টারনেট পরিষেবার জন্য ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, এবং জিওর প্যাকেজগুলির তুলনা। দাম, স্পিড, নেটওয়ার্ক কভারেজ ও অতিরিক্ত সুবিধার ভিত্তিতে কোন অপারেটর সেরা?

কুরস্ক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে চাপ বাড়ানোর চেষ্টা রাশিয়ার, কে কতটা এগিয়ে

গত আগস্ট মাসে রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি অংশ দখল করে ইউক্রেনীয় সেনা। প্রতিকূল অবস্থায়...

আরও পড়ুন

মুম্বইয়ে খুন মালদহের পরিযায়ী শ্রমিক, গ্রেপ্তার সহকর্মী

মহারাষ্ট্রের মুম্বইয়ে সহকর্মীর হাতে খুন হলেন মালদহের পরিযায়ী শ্রমিক আবদুর রহমান। ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?