Homeখবরদেশস্বাধীনতার জন্য ভারতের এই ৫ নারী ছেড়েছিলেন সুখ-স্বাচ্ছন্দের জীবন

স্বাধীনতার জন্য ভারতের এই ৫ নারী ছেড়েছিলেন সুখ-স্বাচ্ছন্দের জীবন

প্রকাশিত

৭৭তম স্বাধীনতার দিবস উদযাপন করছে ভারত। স্বাধীনতার রঙে রেঙেছে সারা দেশ। আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপন করি। দেশের জন্য জীবন উৎসর্গকারী বিপল্পবীদের স্মরণ করার ধারাবাহিক উপলক্ষ। দেশের স্বাধীনতায় নারীদের অবদান অনেক। স্বাধীনতা দিবসের এই ৭৬তম বার্ষিকীর বিশেষ উপলক্ষে আমরা জানব এমন পাঁচজন শক্তিশালী নারীর কথা, যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন সুখ-স্বাচ্ছন্দের জীবনকে দূরে ঠেলে।

ঝাঁসির রানি লক্ষ্মীবাই

ঝাঁসির রানি লক্ষ্মী বাইয়ের নাম কে না জানে? তিনি ছিলেন দেশের প্রথম নারী বিপ্লবী। ব্রিটিশদের বিরুদ্ধে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছিলেন। তিনিই প্রথম মহিলা যিনি একটি শিশুকে পিঠে নিয়ে হাতে তলোয়ার নিয়ে শত শত ব্রিটিশ সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। রানি লক্ষ্মীবাই মহারাষ্ট্রীয় কারাদে ব্রাহ্মণ পরিবারের। যেখানে মানুষ অন্নের জন্য ক্ষুদার্ত, সেখানে রানি লক্ষ্মীবাই বিলাসিতা ত্যাগ করে ময়দানে নেমেছিলেন ইংরেজদের পরাজিত করতে।

সরোজিনী নায়ডু

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি (সভানেত্রী) সরোজিনী নায়ডু। তিনি সমাজে নারীদের সচেতন করতে ব্যাপক আকারে প্রচার শুরু করেন। তিনি শুধু রাজনীতিতে নিজের ছাপ রাখেননি, একজন ভালো লেখিকাও ছিলেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি কায়সার-ই-হিন্দ পুরস্কার ফিরিয়ে দেন। তাঁকে নাইটিঙ্গল অফ ইন্ডিয়া বলা হয়। তিনি ১৯৩০, ১৯৩২, ১৯৪২-৪৩ সালে কারাবাসে যান আন্দোলনের জন্য।

বিজয়লক্ষ্মী পণ্ডিত

অভিজাত পরিবারের জন্ম বিজয়লক্ষ্মী পণ্ডিতের। তিনি ছিলেন জওহরলাল নেহরুর বোন। তিনিও দেশের স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তৈরি করেছেন নিজের পরিচয়। জেলে যেতে হলেও শেষ পর্যন্ত আন্দোলনে অবিচল ছিলেন তিনি।

ক্যাপ্টেন লক্ষ্মী সায়গল

পেশায় চিকিৎসক ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী সায়গল। তিনি ছিলেন একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কিন্তু লোভনীয় চাকরি ছেড়ে তিনি আজাদ হিন্দ ফৌজের রানি ঝাঁসি রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম সক্রিয় কর্মী ছিলেন তিনি। শুধু তাই নয়, ভারতীয় জাতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন তিনি।

প্রীতিলতা ওয়াদ্দেদার

মেধাবী ছাত্রী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। আইএ পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে ফার্স্ট হয়েছিলেন। বেথুন কলেজ থেকে ভালো রেজাল্ট করার জন্য পারিতোষিকও পেয়েছিলেন। ডিস্টিংশন-সহ বিএ পাশ করেন। স্কুল শিক্ষিকার চাকরি পাওয়ার পর পরই বছরই মাস্টারদা সূর্য সেনের সঙ্গে সশস্ত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলীর ইউরোপিয়য়ান ক্লাব আক্রমণকালে পুলিশ ঘিরে ফেললে সাইনাইড খেয়ে মাত্র একুশবছর বয়সে শহিদ হয়েছিলেন প্রীতিলতা।

আরও পড়ুন: স্বাধীনতা দিবস ২০২৩: জানুন থিম, ইতিহাস এবং তাৎপর্য

সাম্প্রতিকতম

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ টিভি অ্যাপ আনল বিএসএনএল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই...

আরও পড়ুন

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?