Homeখবরদেশ‘সীমান্ত বদলাতেও পারে, একদিন সিন্ধু ভারতের সঙ্গে যুক্ত হতে পারে’: রাজনাথ সিংহ

‘সীমান্ত বদলাতেও পারে, একদিন সিন্ধু ভারতের সঙ্গে যুক্ত হতে পারে’: রাজনাথ সিংহ

জাতীয় সঙ্গীতের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, “আজও আমরা গর্ব করে গাই—‘পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মরাঠা’। এই উচ্চারণ চিরকাল থাকবে।”

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আডবাণীর মন্তব্য উদ্ধৃত করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, সাংস্কৃতিকভাবে সিন্ধু ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভবিষ্যতে সীমান্ত পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। রবিবার তিনি এই মন্তব্য করেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, “সীমান্ত বদলাতেও পারে” এবং “একদিন সিন্ধু আবার ভারতের সঙ্গে যুক্ত হতে পারে।” আডবাণীর মন্তব্য উদ্ধৃত করে তিনি জানান যে সিন্ধুর বিচ্ছেদ এখনও অনেক সিন্ধি হিন্দুর মনে বেদনার কারণ।

দিল্লিতে সিন্ধি সম্প্রদায় আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিংহ বলেন, “আডবাণীজি তাঁর এক বইয়ে লিখেছেন যে সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তাঁর প্রজন্মের মানুষ, এখনও সিন্ধুর বিচ্ছেদ মেনে নিতে পারেননি।” তিনি আরও উল্লেখ করেন যে, হাজার হাজার বছর ধরে সিন্ধু নদ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

রাজনাথ বলেন, “আজ সিন্ধু ভূমি ভারতের অংশ না হলেও সভ্যতার দিক থেকে সিন্ধুর সঙ্গে ভারতের সম্পর্ক চিরস্থায়ী। আর ভূমির কথা বলতে গেলে—সীমান্ত বদলাতেও পারে। কে জানে, আগামীকাল সিন্ধু আবার ভারতের সঙ্গে যুক্ত হতে পারে।” তাঁর মতে, সিন্ধু নদ ও সিন্ধি জনগোষ্ঠী ভারতের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ উপাদান।

তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগের পর সিন্ধু নদীর বড় অংশ ও সম্পূর্ণ সিন্ধু প্রদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেও ভারতের কাছে ‘সিন্ধু, সিন্ধ এবং সিন্ধি’ আজও সমান গুরুত্বপূর্ণ।

জাতীয় সঙ্গীতের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, “আজও আমরা গর্ব করে গাই—‘পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মরাঠা’। এই উচ্চারণ চিরকাল থাকবে।”

এ প্রসঙ্গে তিনি জানান, ২০১৭ সালের একটি অনুষ্ঠানে এল কে আডবাণীও বলেছিলেন, “সিন্ধু ছাড়া ভারতকে অসম্পূর্ণ মনে হয়।” আডবাণী, যিনি ১৯২৭ সালে করাচিতে জন্মগ্রহণ করেন, বহু বার তাঁর জন্মভূমির বিচ্ছেদ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে রাজনাথ সিংহ বলেন, “সিন্ধুর সঙ্গে ভারতের সম্পর্ক কেবল ভৌগোলিক নয়, গভীর সাংস্কৃতিক ঐতিহ্যেও নিহিত।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।