Homeখবরদেশরাজৌরির জঙ্গলে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ৫ জওয়ান

রাজৌরির জঙ্গলে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ৫ জওয়ান

প্রকাশিত

রাজৌরি: শুক্রবার রাজৌরির জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত অন্তত পাঁচ জওয়ান। প্রাথমিক ভাবে দুই জওয়ান নিহত ও তিনজন আহত হন। পরে আহত বাকি তিন জওয়ানও মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন চারজন প্যারা কমান্ডো এবং রাষ্ট্রীয় রাইফেলসের এক কমান্ডো।

জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান এখনও চলছে। রাজৌরি সেক্টরের কান্দি বেল্টে এনকাউন্টার চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। রিপোর্ট বলা হয়েছে, এডিজি মুকেশ সিং ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

শুক্রবার এক প্রতিরক্ষা মুখপাত্র জানান, সন্ত্রাসীদের নির্মূল করার জন্য একটি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সেই অভিযানের সময়ই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

এ দিন রাজৌরির কান্দি জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। সেখানকার একটি গুহায় ঢুকে পড়া জঙ্গিদের একটি গোষ্ঠীর উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়েছিল। জঙ্গিদের ঘিরে ফেলতেই শুরু হয় গুলির লড়াই। সেই সময় সন্ত্রাসবাদীদের আইইডি বিস্ফোরণে প্রথমে প্রাণ হারান দুই জওয়ান।

সেনাবাহিনী জানায়, আহত সেনাকর্মীদের উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁদেরও মৃত্যু হয়। প্রাথমিক রিপোর্টে অনুমান করা হয়েছে যে জঙ্গলের ভিতর আটকে পড়েছে জঙ্গিরা। তাদের মধ্যে হতাহতের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে এখনও পর্যন্ত মোট চারজন জঙ্গিকে নিকেশ করেছে সেনা। বৃহস্পতিবার বারামুলার ওয়ানিগাম পায়েন ক্রিরি এলাকায় এনকাউন্টারে মৃত্যু হয় দুই লস্কর জঙ্গির। নিহতদের নাম শাকির মাজিদ ও হানাম আহমেদ শেহ। তার আগে বুধবার কুপওয়াড়াতেও জঙ্গি দমন অভিযানে সাফল্য পায় বাহিনী। ওই দিন দুই জইশ জঙ্গিকে খতম করে সেনা।

আরও পড়ুন: ক্রেমলিনে ড্রোন হামলার কথা জানত ওয়াশিংটন! যোগ্য জবাবের হুঁশিয়ারি রাশিয়ার

সাম্প্রতিকতম

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

থমকে আছে শীতের আমেজ, পথের কাঁটা ঘূর্ণিঝড় পরিস্থিতি

কলকাতা: শীত পড়ার মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের...

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ভারী বোমাবর্ষণ শুরু ইজরায়েলের!

ইজরায়েল-হামাস যুদ্ধে আবারও শুরু বোমাবর্ষণ। শুক্রবার উভয়ের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে। মধ্যস্থতাকারী কাতার...

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

আরও পড়ুন

রাজস্থানে বুক ধুকপুক গহলৌতের, তেলঙ্গানায় সিংহাসন টলমল কেসিআরের, প্রকাশিত ৫ রাজ্যের বুথফেরত সমীক্ষা

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শেষ দিনে এ বার চর্চায় বুথফেরত সমীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান,...

উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ, যে কোনো সময়ে বাড়ি ফিরে যেতে পারেন, জানাল এইমস  

হৃষীকেশ: সিলকিয়ারার সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিক সবাই সুস্থ আছেন। তাঁরা যে...

তেলঙ্গানায় ভোটপর্ব মোটামুটি নির্বিঘ্ন,বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫১.৮৯ শতাংশ

হায়দরাবাদ: ইভিএম মেশিনে গোলযোগ-সহ ছোটোখাটো দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শান্তিতেই...