Homeখবরদেশ'ডুবন্ত শহর' জোশীমঠকে বাঁচানোর চেষ্টায় বিশেষ পরিকল্পনা কেন্দ্রের

‘ডুবন্ত শহর’ জোশীমঠকে বাঁচানোর চেষ্টায় বিশেষ পরিকল্পনা কেন্দ্রের

প্রকাশিত

নয়াদিল্লি: ফা‌টলে আতঙ্ক বাড়ছে ক্রমশ। দিশাহারা বাসিন্দারা। জোশীমঠ নিয়ে উদ্বিগ্ন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিষয়টি তিনি ব্যক্তিগত ভাবে তদারকি করছেন। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকের পর জানা গিয়েছে, উত্তরাখণ্ড সরকারকে সার্বিক পরিকল্পনা রচনা ও উদ্ধার কাজে সমস্ত রকমের সাহায্য করছে কেন্দ্রীয় সংস্থাগুলি।

প্রধানমন্ত্রীর কার্যালয় পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে বসেছিল রবিবার। কী ভাবে জোশীমঠ এলাকার ধস ঠেকানো যায় এবং পরিস্থিতির মোকাবিলা করা যায়, সে ব্যাপারে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জোশীমঠের সমস্যার সমাধানে রবিবার বিশেষজ্ঞ কমিটি গড়েছে কেন্দ্র। সাতটি সংস্থার সদস্যদের নিয়ে তৈরি কমিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সমস্যা সমাধানের উপায় সুপারিশ করবে। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আইআইটি রুরকি, ওয়াদিয়া ইনস্টিটিউট অব হিমালয়ান জিওলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অব হাইড্রোলজি অ্যান্ড সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি জোশীমঠ নিয়ে দ্রুতই তাঁদের রিপোর্ট দেবেন। এ ছাড়াও হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এবং দেহরাদুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং-কে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে জোশীমঠের গবেষণামূলক রিপোর্ট ছবি-সহ জমা দিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, “একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পুনর্গঠনের পরিকল্পনা তৈরি করতে হবে। ক্রমাগত ভূমিকম্প পর্যবেক্ষণ করতে হবে। এই সুযোগটি ব্যবহার করে, জোশীমঠের জন্য একটি সংবেদনশীল নগর উন্নয়ন পরিকল্পনাও তৈরি করা উচিত, যা ঝুঁকি এড়াতে সহায়ক হবে”।

সোমবার পরিস্থিতি সরেজমিনে দেখতে জোশীমঠ যাচ্ছেন বর্ডার ম্যানেজমেন্ট সচিব এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সদস্যরা। কেন্দ্রের পক্ষ থেকে উত্তরাখণ্ড সরকারকে সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

এরই মধ্যে চর্চায় উঠে এসেছে এনটিপিসি হাইডেল প্রকল্পের টানেলে বিস্ফোরণের ঘটনা। এনডিটিভি-র রিপোর্টে বলা হয়েছে, গত মাসে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে এ বিষয়ে তিনবার চিঠি লিখেছিলেন জোশীমঠের বাসিন্দারা।

ওই চিঠিতে মুখ্যমন্ত্রীকে অবহিত করেছিলেন কাছাকাছি নির্মীয়মান এনটিপিসি হাইডেল প্রকল্পের টানেলে বিস্ফোরণের প্রতিক্রিয়া সম্পর্কে। সতর্কতামূলক সেই চিঠিগুলিতে বলা হয়েছিল, পবিত্র শহর থেকে কয়েক কিলোমিটার দূরে নির্মীয়মান প্রকল্পের বিস্ফোরণের কারণে মাটি কাঁপতে শুরু করে এবং বাড়ি এবং রাস্তাগুলিতে প্রাথমিক ফাটল দেখা দেয়। আতঙ্কিত বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তবে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। বিস্তারিত পড়ুন এখানে: তলিয়ে যাচ্ছে জোশীমঠ! চর্চায় এনটিপিসি হাইডেল প্রকল্পের টানেলে বিস্ফোরণের ঘটনা

সাম্প্রতিকতম

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

আরও পড়ুন

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

ডিজিটাল অ্যারেস্ট! প্রতারণার নয়া ফাঁদে ৫৯ লক্ষ টাকা খোয়ালেন চিকিৎসক

প্রতারণার নয়া ফাঁদে পড়ে ৫৯ লক্ষ খোয়ালেন নয়ডার এক মহিলা চিকিৎসক। প্রতারকরা তাঁকে বলেছিল,...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?