Homeখবরদেশবিজেপিতে যোগ দেওয়ার জল্পনার অবসান ঘটাবেন স্বয়ং কমল নাথ? প্রমাণ মিলবে রাহুল...

বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার অবসান ঘটাবেন স্বয়ং কমল নাথ? প্রমাণ মিলবে রাহুল গান্ধীর যাত্রায়!

প্রকাশিত

ক’দিন ধরেই শোনা যাচ্ছে, বিজেপিতে যোগ দিতে চলেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ। তবে সেই জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিল কংগ্রেস। সোমবার (১৯ ফেব্রুয়ারি) কংগ্রেসের দাবি, কমল নাথ দলের একজন সিনিয়র নেতা এবং রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ রাজ্যে পৌঁছালে তিনিও তাতে যোগ দেবেন।

কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং মধ্যপ্রদেশের ইনচার্জ জিতেন্দ্র সিংও দাবি করেছেন, কমল নাথকে নিয়ে সমস্ত জল্পনা ও অপপ্রচারের হোতা বিজেপি। সাংবাদিকদের সামনে তিনি বলেন, “কমলনাথ আমাদের একজন প্রবীণ নেতা এবং যে সমস্ত জল্পনা-কল্পনা চলছে, তা সবই বিজেপি এবং মিডিয়ার একাংশ ছড়াচ্ছে এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের মতে, “আমি রবিবার (১৮ ফেব্রুয়ারি) এবং শনিবার (১৭ ফেব্রুয়ারি) টানা দুই দিন কমল নাথের সঙ্গে কথা বলেছি। তাঁর সঙ্গে যাত্রার প্রস্তুতি কেমন হবে, তা নিয়ে আলোচনা হয়। আমি মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোপাল যাচ্ছি। সাংসদ, বিধায়ক ও নেতাদের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে যোগ দেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও। তাঁর পরামর্শ অনুযায়ী যাত্রা পরিচালিত হবে এবং এতে তিনি অন্যতম দায়িত্ব নেবেন।”

মধ্যপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং আরও বলেছেন যে কমল নাথ বা তাঁর ছেলে নকুল নাথের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা সবই গুজব। বিজেপির সবচেয়ে বড় কাজ হল মিথ্যা প্রচার করা। কমল নাথ যাত্রার প্রস্তুতিতে অংশ নিচ্ছেন। নকুল নাথও যাত্রায় অংশ নেবেন। মার্চের শুরুতে এই যাত্রা মধ্যপ্রদেশে প্রবেশ করবে।

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই কমল নাথকে নিয়ে অস্বস্তি কংগ্রেসে। গত বছর বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে দলের হারের জন্য কমলনাথকেই কাঠগড়ায় তুলেছিলেন অলোক শর্মা। তাঁর দাবি ছিল, “পিছনের দরজা দিয়ে বিজেপি-কে জেতানোয় সাহায্য করেছেন কমলনাথ।” এর পর, চলতি সপ্তাহেই মধ্যপ্রদেশ কংগ্রেসে উথালপাথাল পরিস্থিতি সৃষ্টি হয়।

রাজনৈতিক মহলের মতে, জল্পনাকে সত্যি করে কমল নাথ শেষমেশ বিজেপিতে গেলে রাজনৈতিক ক্ষতি তো বটেই, অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন হতে পারে কংগ্রেস। কংগ্রেসের অন্দরেই এই নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। অন্য দিকে, কমল নাথকে দলে নিয়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক— দুই অস্ত্রেই কংগ্রেসকে ঘায়েল করতে চাইছে বিজেপিও।

আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডের আবহে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ! রাজ্যের ৫ প্রশাসনিক কর্তাকে সংসদীয় কমিটির তলবে স্থগিতাদেশ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়া: ১৮৬-৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪, অর্শদীপ সিংহ ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩) ভারত:...

আরও পড়ুন

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...