Homeখবরদেশদাম বাড়ল এলপিজি-র, বাণিজ্যিক সিলিন্ডার প্রতি ১০০ টাকার বেশি

দাম বাড়ল এলপিজি-র, বাণিজ্যিক সিলিন্ডার প্রতি ১০০ টাকার বেশি

প্রকাশিত

উৎসবের মরশুমে দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। বুধবার (১ নভেম্বর) এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। জানানো হয়েছে, এ দিন থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ১০১.৫০ টাকা।

শেষ দুই মাসে এই দ্বিতীয় বার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হল। গত অক্টোবরেও পেট্রোলিয়াম সংস্থাগুলি দাম বৃদ্ধির কারণে কেন্দ্র ২০৯ টাকা দাম বাড়িয়েছিল বাণিজ্যিক গ্যাসের। তবে এ বারও ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লেও ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে কেন্দ্র।

সর্বশেষ সংশোধন অনুযায়ী, একটি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এখন দিল্লিতে ১,৭৩১ টাকার পরিবর্তে হয়েছে ১,৮৩৩ টাকা। মুম্বইতে, একটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে ১,৭৮৫.৫০ টাকায়, কলকাতায় প্রতি সিলিন্ডার ১,৯৪৩ টাকা এবং চেন্নাইতে প্রতি সিলিন্ডার ১,৯৯৯.৫০ টাকায়।

তবে, রান্নার উদ্দেশ্যে ব্যবহৃত ঘরোয়া এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে। দিল্লিতে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯০৩ টাকায় অপরিবর্তিত রয়েছে। যেখানে কলকাতা, মুম্বই এবং চেন্নাইয়ে এই এলপিজি সিলিন্ডারের দাম যথাক্রমে ৯২৯ টাকা, ৯০২.৫০ টাকা এবং ৯১৮.৫০ টাকা।

বলে রাখা ভালো, গত সেপ্টেম্বরে শেষ বার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সস্তা হয়েছিল। তেল বিপণন সংস্থাগুলি সেপ্টেম্বরে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫৭ টাকা কমিয়েছিল। তার আগে আগস্টেও বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো হয়েছিল।

আরও পড়ুন: আবহাওয়ার ভোলবদল! ফের বৃষ্টির পূর্বাভাস

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে