Homeখবরদেশসমীকরণ বদল! কংগ্রেসকে বাদ দিয়েই নতুন জোটে একমত মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব

সমীকরণ বদল! কংগ্রেসকে বাদ দিয়েই নতুন জোটে একমত মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব

প্রকাশিত

কলকাতা: কংগ্রেস এবং বিজেপি, উভয়ের সঙ্গেই সমান দূরত্ব! দুই দলের সঙ্গে সমান আচরণ করার নীতি অনুসরণের ইঙ্গিত কেন্দ্রের তিনটি প্রধান বিরোধী দলের।

শুক্রবার কলকাতায় এসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। আগামী সপ্তাহে বিজু জনতা দলের প্রধান এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী।

ওয়াকিবহাল মহলের মতে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে বিরোধী দলগুলির একটি গোষ্ঠীর প্রধান নেতা হিসাবে তুলে ধরতে বিজেপির প্রচেষ্টাকে প্রতিহত করার লক্ষ্যেই এই কৌশল। কারণ, অন্য বিরোধী দলগুলি এখন সন্দেহ করছে যে বিজেপি রাহুলকে ব্যবহার করে তাদের নিশানা করছে।

এ ব্যাপারে বিস্ফোরক অভিযোগ করেন লোকসভার তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপিই চাইছে, রাহুলকে মোদীর বিরোধী বানাতে। তাতে ওদের ভোটে লড়তে সুবিধা হবে। বিরোধী ভোট একজোট হবে না। আমরা এটার মধ্যে নেই”।

অন্য দিকে, কলকাতায় পৌঁছে অখিলেশ যাদব নিশ্চিত করেছেন, তাঁরা কংগ্রেস এবং বিজেপি উভয়ের থেকে সমান দূরত্ব বজায় রাখতে চান। অখিলেশ বলেন, “ ২০২৪ সালে মোদীকে কী ভাবে আটকানো যাবে, রণকৌশল কী হবে তা আমরা শীঘ্রই ঠিক করে ফেলব।”

নিজের অবস্থান আরও স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, “বাংলায়, আমরা মমতা দিদির সঙ্গে আছি। এই মুহূর্তে, আমাদের অবস্থান হল আমরা বিজেপি এবং কংগ্রেস, উভয়ের থেকে সমদূরত্ব বজায় রাখতে চাই“।

আরও পড়ুন: প্রাক্তন ‘অগ্নিবীর’দের জন্য সিআইএসএফে ১০ শতাংশ সংরক্ষণ, বয়সে ছাড় ঘোষণা কেন্দ্রের

সাম্প্রতিকতম

বাম হাতে ভাই ফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতেন, ছোটবেলার সেই প্রেমের গল্প বললেন ইন্দ্রানী হালদার

অভিনেত্রী একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পেতেন প্রচুর প্রেমপত্রও। ছোটবেলায় বন্ধু-বান্ধবীদের দাদা-ভাইদের থেকেও নাকি প্রচুর প্রেমপত্র পেয়েছিলেন অভিনেত্রী।

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

চাঁদিফাটা রোদে ত্বকের জেল্লা গায়েব, নিমেষে ফিরবে জেল্লা যদি করেন এই ৪ কাজ

এই দাবদহে বাড়ি থেকে বেরোতে হচ্ছে অনেককেই। আর তাতেই চেহারার হাল হচ্ছে যাতা। ঝলসে যাচ্ছে ত্বক।

সি বিচে প্লাষ্টিক কুড়াচ্ছেন মিমি চক্রবর্তী, দেখে হতবাক নেটবাসি, হঠাৎ কী হল অভিনেত্রীর?

এভাবেই একের পর এক আবর্জনা তুলে যাচ্ছেন সমুদ্রতট থেকে। এরপর জমা করছেন একটি বাস্কেটে। কিন্তু কেন এমন হাল অভিনেত্রীর? হঠাৎ আবর্জনা তুলছেন কেন?

আরও পড়ুন

টাকা নিয়ে যোগশিক্ষা, দেননি পরিষেবা কর, অবিলম্বে মিটিয়ে দিতে রামদেবের সংস্থাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সময়টা ভাল যাচ্ছে না যোগগুরুর। আগে বিভ্রান্তি কর বিজ্ঞাপন দেওয়া জন্য সুপ্রিম কোর্টের রোষে...

দূরদর্শনের লোগো হল গেরুয়া, প্রতিবাদ মমতার, ভোটের সময় কেন? কমিশনের হস্তক্ষেপ দাবি

শনিবার সমাজ মাধ্যমে মমতা লিখেছেন, 'নির্বাচনের সময় হঠাৎ লোগোর গেরুয়াকরণে আমি স্তম্ভিত।

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।