Homeখবরদেশসমীকরণ বদল! কংগ্রেসকে বাদ দিয়েই নতুন জোটে একমত মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব

সমীকরণ বদল! কংগ্রেসকে বাদ দিয়েই নতুন জোটে একমত মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব

প্রকাশিত

কলকাতা: কংগ্রেস এবং বিজেপি, উভয়ের সঙ্গেই সমান দূরত্ব! দুই দলের সঙ্গে সমান আচরণ করার নীতি অনুসরণের ইঙ্গিত কেন্দ্রের তিনটি প্রধান বিরোধী দলের।

শুক্রবার কলকাতায় এসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। আগামী সপ্তাহে বিজু জনতা দলের প্রধান এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী।

ওয়াকিবহাল মহলের মতে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে বিরোধী দলগুলির একটি গোষ্ঠীর প্রধান নেতা হিসাবে তুলে ধরতে বিজেপির প্রচেষ্টাকে প্রতিহত করার লক্ষ্যেই এই কৌশল। কারণ, অন্য বিরোধী দলগুলি এখন সন্দেহ করছে যে বিজেপি রাহুলকে ব্যবহার করে তাদের নিশানা করছে।

এ ব্যাপারে বিস্ফোরক অভিযোগ করেন লোকসভার তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপিই চাইছে, রাহুলকে মোদীর বিরোধী বানাতে। তাতে ওদের ভোটে লড়তে সুবিধা হবে। বিরোধী ভোট একজোট হবে না। আমরা এটার মধ্যে নেই”।

অন্য দিকে, কলকাতায় পৌঁছে অখিলেশ যাদব নিশ্চিত করেছেন, তাঁরা কংগ্রেস এবং বিজেপি উভয়ের থেকে সমান দূরত্ব বজায় রাখতে চান। অখিলেশ বলেন, “ ২০২৪ সালে মোদীকে কী ভাবে আটকানো যাবে, রণকৌশল কী হবে তা আমরা শীঘ্রই ঠিক করে ফেলব।”

নিজের অবস্থান আরও স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, “বাংলায়, আমরা মমতা দিদির সঙ্গে আছি। এই মুহূর্তে, আমাদের অবস্থান হল আমরা বিজেপি এবং কংগ্রেস, উভয়ের থেকে সমদূরত্ব বজায় রাখতে চাই“।

আরও পড়ুন: প্রাক্তন ‘অগ্নিবীর’দের জন্য সিআইএসএফে ১০ শতাংশ সংরক্ষণ, বয়সে ছাড় ঘোষণা কেন্দ্রের

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে