Homeখবরদেশওয়েনাড়ে ধসের ধ্বংসলীলা, মৃত বেড়ে ১২৩, খোঁজ নেই বহু পরিবারের  

ওয়েনাড়ে ধসের ধ্বংসলীলা, মৃত বেড়ে ১২৩, খোঁজ নেই বহু পরিবারের  

প্রকাশিত

ওয়েনাড় (কেরল): কেরলের ওয়েনাড় জেলায় ধসের ধ্বংসলীলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৩ জন। মৃতদের মধ্যে রয়েছে বহু শিশু। এ ছাড়াও বহু পরিবারের খোঁজ পাওয়া যাচ্ছে না। ১২৮ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি সূত্রেই এই খবর পাওয়া গিয়েছে।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ৩৪টা দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে এবং ১৮টি দেহ তাঁদের পরিবারদের হাতে তুলে দেওয়া হয়েছে। যাঁদের এখনও শনাক্ত করা যায়নি তাঁদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।  

মঙ্গলবার ভোরে ধস নামে। সেই ধসের ফলে ব্যাপক ধ্বংসলীলা চলে। বহু বাড়ি সাফ হয়ে যায়। ফলে হারিয়ে যায় বহু পরিবার। চারিদিকে বিশাল ধ্বংসের চিহ্ন। বহু বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, নদী-জলাশয়গুলি ফুলে ফেঁপে উঠেছে। বহু গাছ পড়ে গিয়েছে। বহু রাস্তার চিহ্নটুকু পর্যন্ত নেই। বড়ো বড়ো পাথর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে এসে রাস্তা নিশ্চিহ্ন করে দিয়েছে। ফলে উদ্ধারকাজের খুব অসুবিধা হচ্ছে।

ওয়েনাড়ের ডিস্ট্রিক্ট কালেক্টর মেঘশ্রী ডিআর জানিয়েছেন, শুধু সেনাবাহিনী আর এনডিআরএফ-ই নয়, রাজ্য পুলিশ ও দমকলের যে বিপর্যয় মোকাবিলা বাহিনী আছে তারাও যোগ দিয়েছে উদ্ধারকাজে। তবে অবিরাম বৃষ্টি হওয়ার ফলে উদ্ধারকাজ এখন বড়ো চ্যালেঞ্জের মুখে পড়েছে।   

ধসের ধ্বংসলীলা চলে ওয়েনাড়ের মুন্ডাক্কাই, চুরালমালা, আত্তামালা এবং নুলপুড়া অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে। খবর পাওয়া গিয়েছে, ধসের ফলে মুন্ডাক্কাই শহরটি একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এবং সেই মুন্ডাক্কাই শহরে উদ্ধারকারী দল এখনও পৌঁছোতে পারেনি। কারণ মুন্ডাক্কাইয়ের সঙ্গে চুরালমালার যোগাযোগকারী যে সেতু রয়েছে তার ব্যাপক ক্ষতি হয়েছে।    

বিভিন্ন নদী তাদের প্রবাহপথ পালটে মানুষ বসবাসের এলাকা দিয়ে বয়ে চলেছে। যার ফলে আরও বেশি করে এই এলাকাগুলি ধ্বংসের মুখে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জলের তোড়ে ভেসে যাওয়া ১৭টি দেহ বেশ কয়েক কিলোমিটার দূরের মালাপ্পুরমের চেলিয়ার নদী থেকে উদ্ধার করা হয়েছে।

জেলায় অন্ততপক্ষে ৪৫টি ত্রাণশিবির খোলা হয়েছে এবং সেই সব শিবিরে ৩০৬৯ জনকে আশ্রয় দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, গোটা রাজ্য জুড়ে ১১৮টি ত্রাণশিবির খোলা হয়েছে এবং সেই সব শিবিরে ৫৫৩১ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।

৩০ ও ৩১ জুলাই রাজ্য জুড়ে সরকারিভাবে শোক পালন করা হবে। ওই দিন কোনো সরকারি অনুষ্ঠান বা উৎসব আয়োজন করা হবে না।

আরও পড়ুন  

কেরলের ওয়েনাড়ে ধস, মৃত্যু ১০৬, শতাধিক মানুষ এখনও ধসে চাপা 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

দুর্গাপুর গণধর্ষণ নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা মমতাকে, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের

দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া পদক্ষেপের আবেদন ওড়িশার মুখ্যমন্ত্রীর। পাল্টা তৃণমূল বলল— বিজেপি এক বছরেও অপরাজিতা বিল পাশ করেনি, নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় শুরু, বৃষ্টি কি আর হবে?

এখনও রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে।

আরও পড়ুন

দিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কী বলল বিদেশ মন্ত্রক?

দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পি. চিদম্বরম, প্রিয়াঙ্কা গান্ধী ও মহুয়া মৈত্র। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই বৈঠকে ভারতের কোনও ভূমিকা ছিল না।

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

বিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের, তবে রয়েছে চমক

বিহার নির্বাচনের আগে জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোর। তালিকায় গণিতবিদ কেসি সিন্‌হা, প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকসহ ৫১ জন প্রার্থী। এখনই নিজের নাম ঘোষণা করলেন না প্রশান্ত কিশোর।