Homeখবরদেশমুম্বইয়ে ভেঙে পড়া বিলবোর্ডের মালিক ধর্ষণে অভিযুক্ত, বিধানসভা ভোটেও লড়েছিলেন

মুম্বইয়ে ভেঙে পড়া বিলবোর্ডের মালিক ধর্ষণে অভিযুক্ত, বিধানসভা ভোটেও লড়েছিলেন

প্রকাশিত

মুম্বই: সোমবারের প্রবল ঝড়ে মুম্বইয়ের ঘাটকোপারে বিলবোর্ড ভেঙে ১৪ জনের মৃত্যুর দায়ে ভবেশ ভিন্ডের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে ‘খুনের উদ্দেশ্যে নয়, এমন অনিচ্ছাকৃত হত্যার’ দায়ে অভিযুক্ত করা হয়েছে।

‘ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেড’-এর মালিক ভবেশ ভিন্ডে মুম্বই পুলিশের কাছে নতুন কোনো মুখ নন। তিনি ধর্ষণের মামলায় অভিযুক্ত এবং অবৈধ হোর্ডিং লাগানোর জন্য অন্তত ২১ বার তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। পুলিশকর্তারা জানিয়েছেন, ভবেশ ভিন্ডে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁর মোবাইলও বন্ধ রয়েছে।

পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক বিভিন্ন ধারায় ৫১ বছরের ভবেশ ভিন্ডে ও আরও কয়েক জনের বিরুদ্ধে পন্থ নগর থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আইপিসি-র যে সব ধারায় তাঁদের অভিযুক্ত করা হয়েছে, তার মধ্যে একটি হল ‘কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার’ (খুনের উদ্দেশ্যে নয়, এমন অনিচ্ছাকৃত হত্যা)।   

সোমবার মুম্বইয়ে মরশুমের প্রথম ঝড়বৃষ্টি হয়। প্রবল ঝড়ে ঘাটকোপারে বিশাল এক বিলবোর্ড ভেঙে পড়ে একটি পেট্রোল পাম্পের উপরে। তার ফলে ১৪ জন মারা যান এবং অন্তত ৭৪ জন জখম হন। ওই অবৈধ বিলবোর্ডের মালিক ভবেশ ভিন্ডে এ বছরের গোড়ার দিকে এক ধর্ষণের মামলায় অভিযুক্ত। মুলুন্দ থানা তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণের জন্য শাস্তি) মোতাবেক মামলা রুজু করে এবং চার্জশিট ফাইল করে। কিন্তু আদালতে ভবেশ আগাম জামিন পান। ভবেশের আইনি টিম বলেছে, তাঁর বিরুদ্ধে দায়ের করা এই মামলা ভুয়ো।

অ্যাডভার্টাইসিং এজেন্সির মালিক ভবেশ ভিন্ডে ২০০৯-এর বিধানসভা নির্বাচনে মুলুন্দ কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন। তিনি তাঁর এফিডেভিটে জানান, তাঁর বিরুদ্ধে ‘মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট’ এবং ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট’ (চেক ফেরত যাওয়া) অনুসারে ২৩টি মামলা রয়েছে।

প্রাণঘাতী সেই বিলবোর্ড কত বড়ো

‘মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট’ অনুসারে ভবেশের বিরুদ্ধে যে সব মামলা রয়েছে সেগুলি অবৈধ হোর্ডিং লাগানো সংক্রান্ত। যেমন, ঘাটকোপারের ভেঙে পড়া বিলবোর্ডটি। অতি বিশাল এই বিলবোর্ডের মাপ ছিল ১২০ ফুট বাই ১২০ ফুট। অথচ বিএমসি (বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন) বলেছে, তারা ৪০ ফুট বাই ৪০ ফুট মাপের চেয়ে বড়ো বিলবোর্ড লাগাতে দেন না।

বিএমসি কমিশনার ভূষণ গাগরানি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, “শহরের সমস্ত অবৈধ হোর্ডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আমরা আজই কাজ শুরু করছি। এ ক্ষেত্রেও (ঘাটকোপারের হোর্ডিং) কোনো অনুমতি নেওয়া ছিল না। তাই মামলা দায়ের করা হয়েছে। এই হোর্ডিং যাতে দেখা যায় তার জন্য কিছু গাছও কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারেও আমরা মামলা দায়ের করেছি।”  

আরও পড়ুন   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে নগদ ৫২ হাজার টাকা, ব্যাঙ্ক-ব্যালেন্স কত

সাম্প্রতিকতম

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

সয়াবিন-সানফ্লাওয়ার তেলের ফ্যাট বাড়াচ্ছে প্রাণঘাতী স্তন ক্যানসারের ঝুঁকি! চাঞ্চল্যকর দাবি নিউইয়র্ক গবেষকদের

সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের লিনোলেইক অ্যাসিড ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে দাবি নিউইয়র্কের গবেষকদের। প্রাণঘাতী এই ক্যানসারের বিরুদ্ধে লড়াই কঠিন।

আরও পড়ুন

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

ভারতে নতুন ওয়াকফ আইন, ইসলামিক দেশগুলি কীভাবে নিয়ন্ত্রণ করে এই ধর্মীয় সম্পত্তি?

​ভারতের নতুন ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ নিয়ে বিতর্ক চললেও, ওয়াকফ ব্যবস্থাপনা শুধুমাত্র ভারতের বিষয়...

‘সুপ্রিম কোর্টই যদি আইন করে, সংসদ বন্ধ করে দিন’, শীর্ষ আদালতকে তীব্র আক্রমণ নিশিকান্ত দুবের

সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলা অবস্থায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর কটাক্ষ, ‘সুপ্রিম কোর্টই যদি আইন তৈরি করে, তবে সংসদ ভবন বন্ধ করে দেওয়া উচিত।’
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে