HomeখবরদেশMCC NEET UG কাউন্সেলিং স্থগিত, নতুন তারিখও নেই

MCC NEET UG কাউন্সেলিং স্থগিত, নতুন তারিখও নেই

প্রকাশিত

শনিবারের জন্য নির্ধারিত ন্যাশানাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) কাউন্সেলিং স্থগিত করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার পর্যন্ত, সুপ্রিম কোর্ট বিতর্কিত নিট ইউজি পরীক্ষার জন্য কাউন্সেলিং পিছিয়ে দিতে অস্বীকার করেছিল। শীর্ষ আদালতের তরফে বলা হয়, এটি একটি “ওপেন অ্যান্ড শাট” প্রক্রিয়া নয়। ৫ মে প্রকাশিত ফলাফলে অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল করার আবেদনে এনটিএ, কেন্দ্রীয় সরকার ও অন্যদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং এসভিএন ভাট্টির একটি অবকাশকালীন বেঞ্চ পরীক্ষা পরিচালনায় অনিয়মের অভিযোগে অন্যান্য মুলতুবি আবেদনের শুনানি করেছিল। ৮ জুলাই পরবর্তী শুনানি হওয়ার কথা।

আবেদনকারীদের পক্ষে উপস্থিত আইনজীবী বেঞ্চকে কাউন্সেলিং প্রক্রিয়া দুই দিনের জন্য পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন, কারণ শীর্ষ আদালতে এই সমস্ত আবেদনের শুনানির জন্য ৮ জুলাই নির্ধারিত রয়েছে।

সংবাদ সংস্থা এএনআই – এর খবর অনুযায়ী, শনিবার নিট আয়োজক সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে অনির্দিষ্টকালের জন্য নিট-ইউজির কাউন্সেলিং স্থগিত করে দেওয়া হয়।

আরও পড়ুন: MCC NEET UG কাউন্সেলিং ২০২৪: কোথায়, কী ভাবে প্রথম রাউন্ডের জন্য রেজিস্টার করবেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।