শনিবারের জন্য নির্ধারিত ন্যাশানাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) কাউন্সেলিং স্থগিত করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার পর্যন্ত, সুপ্রিম কোর্ট বিতর্কিত নিট ইউজি পরীক্ষার জন্য কাউন্সেলিং পিছিয়ে দিতে অস্বীকার করেছিল। শীর্ষ আদালতের তরফে বলা হয়, এটি একটি “ওপেন অ্যান্ড শাট” প্রক্রিয়া নয়। ৫ মে প্রকাশিত ফলাফলে অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল করার আবেদনে এনটিএ, কেন্দ্রীয় সরকার ও অন্যদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং এসভিএন ভাট্টির একটি অবকাশকালীন বেঞ্চ পরীক্ষা পরিচালনায় অনিয়মের অভিযোগে অন্যান্য মুলতুবি আবেদনের শুনানি করেছিল। ৮ জুলাই পরবর্তী শুনানি হওয়ার কথা।
আবেদনকারীদের পক্ষে উপস্থিত আইনজীবী বেঞ্চকে কাউন্সেলিং প্রক্রিয়া দুই দিনের জন্য পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন, কারণ শীর্ষ আদালতে এই সমস্ত আবেদনের শুনানির জন্য ৮ জুলাই নির্ধারিত রয়েছে।
সংবাদ সংস্থা এএনআই – এর খবর অনুযায়ী, শনিবার নিট আয়োজক সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে অনির্দিষ্টকালের জন্য নিট-ইউজির কাউন্সেলিং স্থগিত করে দেওয়া হয়।
আরও পড়ুন: MCC NEET UG কাউন্সেলিং ২০২৪: কোথায়, কী ভাবে প্রথম রাউন্ডের জন্য রেজিস্টার করবেন


 
                                    