কলকাতা : পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন পাকিস্তানি বিজ্ঞানী আব্দুস সালাম। ইলেক্ট্রিক ইউনিফিকেশন তত্ত্বে তার অবদানের জন্য তিনি পেয়েছিলেন নোবেল। সম্প্রতি এই নোবেল জয়ীর জীবনী তুলে ধরতে ‘সালাম দা ফার্স্ট নোবেল লরিয়েট’ নামক একটি তথ্যচিত্র তৈরি করেছে নেটফ্লিক্স। আর এইসবের মধ্যেই জানা গেল বিজ্ঞানীর জীবনের অন্যতম এক ঘটনা।
১৯৭৯ সালে নোবেল জয়ের পর ভারত সরকারের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন প্রফেসর অনিলেন্দ্র গঙ্গোপাধ্যায়কে খুঁজে দিত। জানা যায়, যে সময় প্রফেসর গঙ্গোপাধ্যায় লাহোরের সনাতন ধর্ম কলেজে অঙ্কের শিক্ষক ছিলেন সে সময় তারই ছাত্র ছিলেন ডক্টর সালাম। যদিও দেশভাগের পর দেশে ফিরে আসতে হয় প্রফেসর গঙ্গোপাধ্যায়কে।
নোবেল জয়ের প্রায় দু’বছর পর অর্থাৎ ১৯৮১ সালে প্রফেসর অনিলেন্দ্র গঙ্গোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়িতে এসে উপস্থিত হন ডক্টর আব্দুস সালাম। সে সময় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন প্রফেসর গঙ্গোপাধ্যায়। এক নামী চিকিৎসকের কাছে চলছিল তাঁর চিকিৎসা। সেই সময় ডঃ সালাম তাঁর নোবেল পদক হাতে নিয়ে বলেন, ‘মিস্টার অনিলেন্দ্র গঙ্গোপাধ্যায় এই পদক আপনার শিক্ষা এবং আমার মধ্যে আপনার বপন করা অঙ্কের প্রতি ভালোবাসার ফল’। এরপরই শিক্ষকের গলায় সেই পদক পরিয়ে দিয়েছিলেন ছাত্র আব্দুস সালাম।
আরও পড়ুন : বুক লক্ষ্য করে গুলি, হাসপাতালে মারা গেলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী