ভারতে এবার চলে এলো হাইড্রোজেন বাস। এই বাস তৈরি করেছে ওলেকট্রা গ্রিনটেক নামক একটি সংস্থা। জানা যাচ্ছে, খুব শীঘ্রই দেশের বিভিন্ন জায়গায় গড়াবে এই বাসের চাকা। এই বাস তৈরি করার জন্য ওলেকট্রা হাত মিলিয়েছে রিলায়েন্সের সঙ্গে।
মূলত দূষণ কমাতে হাইড্রোজেন বাসের দিকে ঝুঁকছে প্রশাসন। ওলেকট্রা গ্রিনটেক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, ‘দিনের পর দিন বেড়েই চলেছে বায়ু দূষণ। নষ্ট হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আর এই সমস্ত কিছুকে বাঁচাতে এবার দেশে গড়াবে হাইড্রোজেন বাসের চাকা’।
অন্যান্য বাসের থেকে এই বাস দেখতে একেবারেই অন্যরকম। এই বাসে যে সিট ক্যাপাসিটি রয়েছে তা খুব সহজে কাস্টমাইজ করা যাবে। চালক এবং যাত্রী মিলিয়ে মোট ৩২ থেকে ৪৯ এর মধ্যে সিট ক্যাপাসিটি রাখা হয়েছে। জানা যাচ্ছে একবার হাইড্রোজেন ভরা হলে এই বাসটি চলবে ৪০০ কিলোমিটার পর্যন্ত।
মূলত পেট্রোল এবং ডিজেল চালিত বাস বন্ধ করে এবার হাইড্রোজেন চালিত সবুজ বাস প্রতিস্থাপন করার দিকে নজর দিয়েছে কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, আগামী এক বছরের মধ্যেই বাণিজ্যিকভাবে এই হাইড্রোজেন বাস চালু করা যাবে।
আরও পড়ুন : বিমানে উঠতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন জো বাইডেন, ভাইরাল ভিডিও