Homeখবরদেশসংসদ-কাণ্ডে ধৃত চার, ইউএপিএ ধারায় অভিযোগ, আজ তোলা হবে কোর্টে

সংসদ-কাণ্ডে ধৃত চার, ইউএপিএ ধারায় অভিযোগ, আজ তোলা হবে কোর্টে

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বুধবারের সংসদ-কাণ্ডে ধৃত চার জনকে সন্ত্রাসবিরোধী অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) অভিযুক্ত করা হয়েছে। আজ, বৃহস্পতিবার এদের কোর্টে তোলার কথা।

ধৃত চার জন হলেন ডি মনোরঞ্জন, সাগর শর্মা, নীলম আজাদ এবং অমল শিন্ডে। নিরাপত্তাব্যবস্থা ভেঙে সংসদের অধিবেশন কক্ষে ঢুকে দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে ধোঁয়া ছড়ানোর জন্য ধরা হয়েছে মনোরঞ্জন ও সাগরকে। আর নীলম এবং অমলকে গ্রেফতার করা হয়েছে সংসদ ভবনের বাইরে ধোঁয়ার ক্যানেস্তারা খোলার জন্য।

পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান, ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারা (দাঙ্গা লাগানোর উদ্দেশ্য নিয়ে প্ররোচনা দেওয়া), ১২০-খ ধারা (ফৌজদারি ষড়যন্ত্র), ৪৫২ ধারা (অনধিকার প্রবেশ), ১৮৬ ধারা (জন-কার্য পালনে জনপ্রতিনিধিকে বাধা দেওয়া), ৩৫৩ ধারা (কর্তব্যপালনে বাধা দিতে জনপ্রতিনিধিদের আক্রমণ করা বা অপরাধমূলক শক্তি প্রয়োগ করা) এবং ইউএপিএ-র ১৬ ও ১৮ ধারা মোতাবেক ধৃত চার জনের বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

ওই আধিকারিক বলেন, “আমরা তাদের গ্রেফতার করেছি এবং তাদের সহযোগীকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছি। ললিত ঝা নামে ওই সহযোগী গা ঢাকা দিয়ে রয়েছে। বিশেষ সেলের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছ।”

আরও তদন্তের জন্য যাতে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া যায় তার জন্য তাদের আজ বৃহস্পতিবার পাটিয়ালা হাউস কোর্টে তোলা হবে বলে ওই আধিকারিক জানান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা গত কয়েক দিন ধরে আলাদা আলাদা ভাবে রাজধানীতে এসে পৌঁছোয়। অভিযোগ, তার পর ওই ললিত ঝা গুরগাঁওয়ে তার একজন বন্ধু ভিকির বাড়িতে তাদের নিয়ে যায়।

আর-এক আধিকারিক জানান, “সংসদের নিরাপত্তাবেষ্টনী ভাঙার পরিকল্পনা তারা গত জানুয়ারিতেই করেছিল। সংসদের বাদল অধিবেশনে সংসদভবনের চত্বরে এসে মনোরঞ্জন এর মহড়াও (রেইকি) দিয়েছিল।”

সূত্র বলেছে, “কিছু দিন আগে স্থানীয় সাংসদ প্রতাপ সিমহার ব্যক্তিগত কর্মীদের সঙ্গে যোগাযোগ করে মনোরঞ্জন এবং ১৪ ডিসেম্বরের জন্য একটি ভিজিটরস পাস জোগাড় করে। মঙ্গলবার সরকারি কর্মী তাকে ডেকে পাঠান এবং ১৪-এর বদলে ১৩ ডিসেম্বরের জন্য পাস সংগ্রহ করে নিতে বলেন। বুধবার সকালে তারা ভিকির বাড়ি থেকে একটা রেডিও ট্যাক্সি করে পার্লামেন্টে এসে পৌঁছোয়। মনোরঞ্জন ও সাগর ভিতরে ঢুকে যায় এবং ললিত, নীলম এবং অমল ভবনের বাইরে অপেক্ষা করে।”  

আরও পড়ুন

নিরাপত্তায় বড়সড় খামতি, লোকসভায় ধোঁয়া-তাণ্ডব! কী ভাবে ভিতরে ঢুকলেন ২ বহিরাগত 

বিজেপি সাংসদের অনুমোদিত প্রবেশপত্র নিয়েই লোকসভায় তাণ্ডব! কে এই প্রতাপ সিমহা?     

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

এ বার বাতাসের গুণমান জানিয়ে দিচ্ছে গুগল ম্যাপস

আজকাল সব দেশের মানুষই কমবেশি বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে হাজির...

ভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম...

পরিবহনমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা বিমানবন্দরে র‌্যাপিডোর নতুন ‘এয়ারপোর্ট ক্যাব সার্ভিস’ উদ্বোধন

কলকাতা: ভারতের বৃহত্তম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম র‌্যাপিডো (Rapido) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) মিলে...

এ বার কলকাতার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা গায়েব! তদন্তে সিট গঠন করল লালবাজার

কলকাতা: একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে ট্যাব...

আরও পড়ুন

ভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম...

উপনির্বাচনে সরকারি আধিকারিককে চড় মারা সেই নির্দল প্রার্থী গ্রেফতার

রাজস্থানের টঙ্ক জেলার সেই নির্দল প্রার্থী নরেশ মীনাকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গ্রেফতার করেছে পুলিশ।...

মণিপুরে ৩ সন্তানের মাকে পুড়িয়ে মারার আগে নৃশংস নির্যাতন করা হয়েছিল, বলছে ময়না তদন্তের রিপোর্ট

মণিপুরের জিরিবামে এক ৩১ বছরের মহিলাকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ। ময়নাতদন্তের রিপোর্টে ভয়ঙ্কর নির্যাতনের প্রমাণ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে