Homeখবরদেশসংসদ-কাণ্ডে ধৃত চার, ইউএপিএ ধারায় অভিযোগ, আজ তোলা হবে কোর্টে

সংসদ-কাণ্ডে ধৃত চার, ইউএপিএ ধারায় অভিযোগ, আজ তোলা হবে কোর্টে

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বুধবারের সংসদ-কাণ্ডে ধৃত চার জনকে সন্ত্রাসবিরোধী অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) অভিযুক্ত করা হয়েছে। আজ, বৃহস্পতিবার এদের কোর্টে তোলার কথা।

ধৃত চার জন হলেন ডি মনোরঞ্জন, সাগর শর্মা, নীলম আজাদ এবং অমল শিন্ডে। নিরাপত্তাব্যবস্থা ভেঙে সংসদের অধিবেশন কক্ষে ঢুকে দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে ধোঁয়া ছড়ানোর জন্য ধরা হয়েছে মনোরঞ্জন ও সাগরকে। আর নীলম এবং অমলকে গ্রেফতার করা হয়েছে সংসদ ভবনের বাইরে ধোঁয়ার ক্যানেস্তারা খোলার জন্য।

পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান, ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারা (দাঙ্গা লাগানোর উদ্দেশ্য নিয়ে প্ররোচনা দেওয়া), ১২০-খ ধারা (ফৌজদারি ষড়যন্ত্র), ৪৫২ ধারা (অনধিকার প্রবেশ), ১৮৬ ধারা (জন-কার্য পালনে জনপ্রতিনিধিকে বাধা দেওয়া), ৩৫৩ ধারা (কর্তব্যপালনে বাধা দিতে জনপ্রতিনিধিদের আক্রমণ করা বা অপরাধমূলক শক্তি প্রয়োগ করা) এবং ইউএপিএ-র ১৬ ও ১৮ ধারা মোতাবেক ধৃত চার জনের বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

ওই আধিকারিক বলেন, “আমরা তাদের গ্রেফতার করেছি এবং তাদের সহযোগীকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছি। ললিত ঝা নামে ওই সহযোগী গা ঢাকা দিয়ে রয়েছে। বিশেষ সেলের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছ।”

আরও তদন্তের জন্য যাতে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া যায় তার জন্য তাদের আজ বৃহস্পতিবার পাটিয়ালা হাউস কোর্টে তোলা হবে বলে ওই আধিকারিক জানান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা গত কয়েক দিন ধরে আলাদা আলাদা ভাবে রাজধানীতে এসে পৌঁছোয়। অভিযোগ, তার পর ওই ললিত ঝা গুরগাঁওয়ে তার একজন বন্ধু ভিকির বাড়িতে তাদের নিয়ে যায়।

আর-এক আধিকারিক জানান, “সংসদের নিরাপত্তাবেষ্টনী ভাঙার পরিকল্পনা তারা গত জানুয়ারিতেই করেছিল। সংসদের বাদল অধিবেশনে সংসদভবনের চত্বরে এসে মনোরঞ্জন এর মহড়াও (রেইকি) দিয়েছিল।”

সূত্র বলেছে, “কিছু দিন আগে স্থানীয় সাংসদ প্রতাপ সিমহার ব্যক্তিগত কর্মীদের সঙ্গে যোগাযোগ করে মনোরঞ্জন এবং ১৪ ডিসেম্বরের জন্য একটি ভিজিটরস পাস জোগাড় করে। মঙ্গলবার সরকারি কর্মী তাকে ডেকে পাঠান এবং ১৪-এর বদলে ১৩ ডিসেম্বরের জন্য পাস সংগ্রহ করে নিতে বলেন। বুধবার সকালে তারা ভিকির বাড়ি থেকে একটা রেডিও ট্যাক্সি করে পার্লামেন্টে এসে পৌঁছোয়। মনোরঞ্জন ও সাগর ভিতরে ঢুকে যায় এবং ললিত, নীলম এবং অমল ভবনের বাইরে অপেক্ষা করে।”  

আরও পড়ুন

নিরাপত্তায় বড়সড় খামতি, লোকসভায় ধোঁয়া-তাণ্ডব! কী ভাবে ভিতরে ঢুকলেন ২ বহিরাগত 

বিজেপি সাংসদের অনুমোদিত প্রবেশপত্র নিয়েই লোকসভায় তাণ্ডব! কে এই প্রতাপ সিমহা?     

সাম্প্রতিকতম

এ বার সমুদ্র তোলপাড় করবে চিন! বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ নিয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ বেজিংয়ের

সমুদ্রের বুক চিরে ভয়ঙ্কর যুদ্ধ! বুধবার নিজেদের তৃতীয় বিমানবাহী রণতরী 'ফুজিয়ান'-এর প্রথম পরীক্ষামূলক প্রয়োগ...

১৯৭৪-এর এএফসি যুব চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফুটবলারদের সংবর্ধনা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের

নিজস্ব প্রতিনিধি: ঠিক পঞ্চাশ বছর হয়ে গেল। দিনটা ছিল ৩০ এপ্রিল ১৯৭৪। ভারতের ফুটবলে...

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতের দল ঘোষণা! এলেন সঞ্জু স্যামসন, বাদ কেএল রাহুল

এই বছরের জুনে ক্যারিবিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য...

আরও পড়ুন

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।